কলকাতা : এবার পরিশ্রুত পানীয় জলের বহুজাতিক সংস্থার কারখানাতে যাবে কলকাতা পুরসভা । সেখানে জলের নমুনা সংগ্রহ করবে তারা ।
এ জন্য রাজ্য ফুড সেফটি কমিশনারের অনুমতি নেবে পুরসভা । সোমবার এক বহুজাতিক সংস্থার কর্তারা পুরসভায় আসেন । ওই বহুজাতিক সংস্থার জলের নমুনায় মিলেছিল কলিফর্ম । সেই জল তাঁদের নয় বলে এদিন দাবি করলেন সংস্থার কর্তারা ।
বাজারে জল জাল করার অভিযোগ ওই সংস্থার । তাই সংস্থার উৎপাদিত জল পরীক্ষা করার সিদ্ধান্ত নিল পুরসভা । বুধবার এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সঙ্গে ফের বৈঠক হবে পুরসভায় । মেয়র শোভন চট্টপাধ্যায়ের সঙ্গে বৈঠকে থাকবেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কর্তারা । প্যাকেজ জাত পানীয় জল সম্পর্কে পরবর্তী পদক্ষেপ নিয়েই হবে আলোচনা ।
গত বৃহস্পতিবার পানীয় জলের জারের ১৪ নমুনার ব্যাক্টেরিয়নজিক্যাল টেস্ট রিপোর্ট পাওয়া যায় । ১৪র মধ্যে ১১ রিপোর্টই অসন্তোষজনক বলে মেনেছেন কলকাতা পুরসভার স্বাস্থ্য দফতরের কর্তারা । জল নিয়ে অভিযান চালায় পুরসভা ও পুলিশ । যৌথ অভিযানে সংগৃহীত নমুনা পরীক্ষা করার জন্য জল ভরতি জার পাঠানো হয় পুর ল্যাবরেটরিতে । সেই রিপোর্টে জারের জলে মাত্রাতিরিক্ত কলিফর্ম থাকার কথা প্রকাশ পেয়েছে । স্বাভাবিক ভাবেই উদ্বিগ্ন পুর স্বাস্থ্যকর্তারা ।
বাঘাযতীনে বোতলবন্দি জলের বিরুদ্ধে অভিযান চালায় পুরসভা । জলভরতি জারে দু’রকমের স্টিকার থাকায় জলভরতি জার বাজেয়াপ্ত করেন পুর আধিকারিকরা ।
১০১ নং ওয়ার্ডে বাঘাযতীন স্টেশন রোডে দু’রকম স্টিকার দেখে সন্দেহ হয় পুর আধিকারিকদের । জলের নমুনা পরীক্ষা করার জন্য জলভরতি জার পাঠানো হয় পুর-ল্যাবরেটরিতে । তারপরেই জারের জলে মেলে মাত্রাতিরিক্ত কলিফর্ম ।
দক্ষিণ কলকাতার আটটি ওয়ার্ডে বেশ কিছুদিন ধরে ডায়েরিয়ার প্রকোপ দেখা দেয় । নোনাডাঙা থেকে গড়িয়া বিস্তীর্ণ এলাকার ১৫৪ টি জায়গা থেকে পানীয় জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয় । ডায়েরিয়া আক্রান্তদের বাড়ি থেকেও নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয় । কেনা বোতলবন্দি জল, হ্যান্ড টিউবওয়েল এবং এক আক্রান্তের বাড়ির ভেতরে অপরিষ্কার জমা জলে জীবাণু মিলেছে ।
আটটি ওয়ার্ডের ১৯৩ টি জায়গা থেকে জলের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে । বাজারের বোতলবন্দি কেনা জলে মিলেছে জীবাণু । পুরসভার স্বাস্থ্য বিভাগের কর্মীদের নিয়ে শহরে বিভিন্ন পানীয় জল বিক্রেতা সংস্থাগুলিতে অভিযান চালানো হয় । কোথা থেকে কীভাবে জল বোতলবন্দি করা হচ্ছে তা দেখা হয় । কোথাও কোনও সন্দেহজনক কিছু পেলে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয় । গত কয়েকদিনে বেশ কিছু জল বিক্রি সংস্থাকে সতর্কও করা হয়েছে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন