নোনা জল বিভাগ থেকে মৎস চাষীদের মৎস উপকরন ও সরঞ্জাম প্রদান - Aaj Bikel
demo-image
49738-5govt-fish-pkg

নোনা জল বিভাগ থেকে মৎস চাষীদের মৎস উপকরন ও সরঞ্জাম প্রদান

Share This

কাঁথি : পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি নোনা জল বিভাগ থেকে নোনা জলের মৎস্যচাষীদের বিভিন্ন প্রকার মৎস্য উপকরণ ও সরঞ্জাম বিতরণ করা হল সোমবার।কাঁথির মীনভবনে নোনা জলের মৎস্যচাষীদের নানা উপকরণ বিলি করা হল।

পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ দেবব্রত দাস বলেন,"২০১৬-২০১৭ আর্থিক বর্ষে বরাদ্দ বাগদা চিংড়ি চাষে ২২টি ইউনিট,যার প্রতিটি ইউনিট মুল্য ৯২ হাজার ১০২টাকা।চিংড়ি মাছের খাবার,প্রোবায়োটিক,ডলোমাইট,চুন বিলি করা হয়।মিশ্র চাষে ১৫টি ইউনিট,যার প্রতিটি মুল্য ৯৮হাজার ৩৫০টাকা।পার্শে,চিংড়ি মাছের চারা,পার্শে মাছের খাবার কেন্দ্রীয় ভাবে সরবরাহ করা হবে।সামাজিক মাছ চাষে ২৮টি ইউনিট।যার প্রতিটি মুল্য ১১হাজার২০০ টাকা।"তিনি আরও বলেন,"২০১৭-২০১৮আর্থিক বর্ষে বরাদ্দ বাগদা চিংড়ি চাষের জন্য মোট ৬৬টি ইউনিট,প্রতিটি ইউনিট মুল্য ৯২হাজার১২৮টাকা।

বাগদা চারা, প্রোবায়োটিক, ডলোমাইট,চুন ও চিংড়ি মাছের খাবার রাজ্যস্তর থেকে বিলি করা হবে।মিশ্র চাষে ৩০টি ইউনিট,প্রতিটি ইউনিট মুল্য ৯৮হাজার৩৫০টাকা।চিংড়ি মাছের খাবার ও পার্শে মাছের খাবার কেন্দ্রীয়ভাবে বিলি করা হবে।যে সমস্ত মৎস্যজীবী নদীতে বা সমুদ্রে মাছ ধরে জীবন-জীবিকা অর্জন করে,সেই সমস্ত মৎস্যজীবীদের ২৮টি ট্রাই-সাইকেল ভ্যান,তাপ-নিরোধক বাক্স,দাঁড়িপাল্লা,বঁটি ও ব্যবসায়ী মূলধন হিসেবে নগদ ৪হাজার টাকা প্রদান করা হবে।যার প্রতিটি ইউনিট মুল্য ২৩হাজার টাকা।চিংড়ি চাষের বিকল্প হিসাবে কাঁকড়া চাষিদের উৎসাহিত করার জন্য মোট ২৬টি ইউনিট,যার প্রতিটি ইউনিট মুল্য ৫৩হাজার২২০টাকা।চুন ও নরম কাঁকড়া,কাঁকড়া খাবারের জন্য কাঁচা মাছ ও পুকুর তৈরির জন্য এই টাকা দেওয়া হবে মৎস্যচাষীদের।পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার ২০টি ব্লকের মৎস্যচাষীরা উপকৃত হবেন।"এদিন উপস্থিত ছিলেন পুর্ব মেদিনীপুর জেলার নোনা জলের আধিকারিক রামকৃষ্ণ সর্দার।
Comment Using!!

কোন মন্তব্য নেই:

Pages