নির্দেশিকা ছাড়া পরীক্ষার মাঝে স্কুল ছুটি, তুঙ্গে বিতর্ক - Aaj Bikel
demo-image
teacher

নির্দেশিকা ছাড়া পরীক্ষার মাঝে স্কুল ছুটি, তুঙ্গে বিতর্ক

Share This

দুর্গাপুর: উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিরতির দিন সেন্টার হওয়া স্কুলে ছুটি। সই করতে না পরার অভিযোগ শিক্ষিকার। নির্দেশিকা ছাড়াই স্কুল ছুটি নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনাটি ঘটছে কাঁকসা গার্লস স্কুলে।

কাঁকসা গার্লস স্কুলে উচ্চমাধ্যমিক পরীক্ষার সেন্টার পড়েছে। অভিযোগ গত ২৭ তারিখ থেকে চলা পরীক্ষার বিরতির দিন নির্দেশিকা ছাড়াই স্কুল অফিস বন্ধ থাকে। আর তার প্রতিবাদে সরব হল স্কুলেরই শিক্ষিকা অদিতি পারিয়া। তাঁর অভিযোগ, সম্পূর্ণ নিয়ম বহির্ভুত ভাবে স্কুল বন্ধ রাখছেন প্রধান শিক্ষিকা। এমনকি হাজিরা খাতায় পরে সই করাতেও বাধ্য করার আদেশ দিয়েছেন। অদিতি দেবী বলেন, ‘‘গত ২৮মার্চ ও  ৩ এপ্রিল বিরতি ছিল। ওইদিন গুলি স্কুলে এসেছিলাম সই করতে পারিনি। এদিন স্কুলে এসে দেখি তালা বন্ধ।" পশ্চিম বর্ধমান জেলা স্কুল পরিদর্শক অজয় পাল জানান," বিরতির দিন স্কুলে পঠনপাঠন বন্ধ থাকতে পারে। কিন্তু শিক্ষক শিক্ষিকাদের ওইদিনের হাজিরা সইয়ের জন্য, পাশাপাশি পরের দিনের পরীক্ষার বাকি প্রস্তুতি নেওয়ার জন্য আসতে হবে।"

অদিতিদেবী বলেন," নিয়ম বহির্ভুত কাজটাই করছেন প্রধান শিক্ষিকা। প্রতিবাদ করাই হুমকির মুখেও পড়তে হয়েছে। আমাকে বলা হয়েছে ওইদিনগুলি অসুস্থতার ছুটি নিতে। তাই সুবিচারের জন্য বিডিও নিকট লিখিত অভিযোগ দায়ের করেছি।" কাঁকসা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমনা পাল অবশ্য অভিযোগ অস্বিকার করে বলেন, “ স্কুলের অ্যাকাদেমী ক্যালেন্ডারের ছুটি অনুযায়ী বন্ধ রাখা হয়েছে। অভিযোগ সম্পুর্ন ভিত্তিহীন।" কাঁকসা বিডিও অরবিন্দ বিশ্বাস বলেন, “ অভিযোগ পেয়েছি। তদন্ত করে দেখা হবে।"
Comment Using!!

কোন মন্তব্য নেই:

Pages