প্যারিসে বাঙালি বিজ্ঞানীর রহস্যমৃত্যু, ধন্দে পরিবার - Aaj Bikel
প্যারিসে বাঙালি বিজ্ঞানীর রহস্যমৃত্যু, ধন্দে পরিবার

প্যারিসে বাঙালি বিজ্ঞানীর রহস্যমৃত্যু, ধন্দে পরিবার

Share This

উত্তরপাড়া: ফ্রান্সের রাজধানী প্যারিসে রহস্যজনকভাবে মৃত্যু হল বাঙালি বিজ্ঞানী স্নিগ্ধদীপ দে-র৷ পরিজনদের সঙ্গে স্নিগ্ধদীপের শেষবারের জন্য কথা হয়েছিল গত শনিবার৷ আর মঙ্গলবার হুগলি জেলার উত্তরপাড়ায়, স্নিগ্ধদীপের বাড়িতে খবর এল মৃত্যু সংবাদ৷ স্নিগ্ধদীপের পরিবারকে জানানো হল তাঁদের বিজ্ঞানী ছেলে আর নেই৷ কীভাবে মৃত্যু হল স্নিগ্ধদীপের তা নিয়ে রীতিমতো ধোঁয়াশায় তরুণ বিজ্ঞানীর পরিজনরা৷ প্যারিসে বাঙালি বিজ্ঞানীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বুধবার উত্তরপাড়ার ভদ্রকালী এলাকায় স্নিগ্ধদীপের বাড়িতে যান উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান৷

 
বিগত বছর প্যারিসে কর্মরত ছিলেন বাঙালি বিজ্ঞানী স্নিগ্ধদীপ দে৷ গত শনিবার পরিবারের সঙ্গে শেষবারের জন্য কথা হয় তাঁর৷ তখন স্নিগ্ধদীপ জানিয়েছিল, প্যারিসে প্রচণ্ড ঠাণ্ডা সত্ত্বেও, সে ভালোই আছে৷ এরপর রবিবার রহস্যজনকভাবে তাঁর মৃত্যু হয়৷ পরিবারের কাছে দুঃসংবাদ আসে মঙ্গলবার৷ পরিবারকে জানানো হয়, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে স্নিগ্ধদীপের৷ বন্ধ ঘরের দরজা ভেঙে বাঙালি বিজ্ঞানীর দেহ উদ্ধার করেছে প্যারিস পুলিশ৷
মৃত্যু সংবাদ পাওয়ার পরই প্যারিসে যেই বাড়িতে স্নিগ্ধদীপ থাকতেন, সেই বাড়ির মালিককে ফোন করেন স্নিগ্ধদীপের বাবা শিশির দে৷ কিন্তু, ভাষাগত সমস্যার কারণে স্পষ্টভাবে কিছুই বুঝতে পারছিলেন স্নিগ্ধদীপের বাবা৷ পরে আমেরিকায় থাকা দুই বন্ধুর মাধ্যমে কথা হয়৷ স্নিগ্ধদীপের বাবা জানিয়েছেন, রাতে দরজা বন্ধ করে ঘুমিয়েছিল স্নিগ্ধদীপ৷ কিন্তু, সকালে দরজা না খোলায় পুলিশে খবর দেন বাড়ির মালিক৷ বন্ধ দরজা ভেঙে বাঙালি বিজ্ঞানীর দেহ উদ্ধার করেছে প্যারিস পুলিশ৷ হৃদরোগে আক্রান্ত হয়ে স্নিগ্ধদীপের মৃত্যু হয়েছে বলে জানানো হলেও, স্নিগ্ধদীপের মৃত্যুর কারণ নিয়ে রীতিমতো ধোঁয়াশায় রয়েছেন তাঁর পরিজনরা৷
 
স্নাতকোত্তরে মৌলানা আজাদ কলেজের ছাত্র ছিল স্নিগ্ধদীপ দে৷ পরবর্তী সময়ে বেঙ্গালুরুর জওহরলাল নেহরু সেন্টার ফর অ্যাডভান্সড সায়েন্টিফিক রিসার্চে পিএইচডি করেন তিনি৷ এরপর পতুর্গাল হয়ে ফ্রান্স৷ বিগত বছর প্যারিসে কর্মরত ছিলেন বাঙালি বিজ্ঞানী স্নিগ্ধদীপ দে৷

কোন মন্তব্য নেই: