নয়াদিল্লি: কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় ৫ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলিউড অভিনেতা সলমন খানকে| বৃহস্পতিবার ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় রায় ঘোষণা করল যোধপুরের আদালত| কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় বলিউড অভিনেতা সলমন খানের কারাদণ্ড হওয়ায় দুঃখপ্রকাশ করেছেন রাজ্যসভার সাংসদ তথা প্রবীণ অভিনেত্রী জয়া বচ্চন| বৃহস্পতিবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জয়া বচ্চন জানিয়েছেন, ‘খুব খারাপ লাগছে| তিনি (সলমন খান) স্বস্তি পেলে ভাল লাগত| প্রচুর মানবিক কাজ করেছেন সলমন|’
১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শু্যটিংয়ের সময় যোধপুরে ছিলেন সলমন খান, সৈইফ আলি খান, সোনালি বেন্দ্রে, তাব্বু ও নীলম| অভিনেতাদের বিরুদ্ধে ১৯৯৮ সালের ১ ও ২ অক্টোবরের মধ্যবর্তী রাতে যোধপুরের কাঙ্কানি গ্রামে দু’টি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ছিল| সলমনের বিরুদ্ধে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টের অন্তর্গত ৫১ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছিল| বৃহস্পতিবার ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় রায় ঘোষণা করেন যোধপুর জেলা প্রিসাইডিং আধিকারিক দেলকুমার খাত্রি| কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় ৫ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলিউড অভিনেতা সলমন খানকে|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন