কলকাতা : সোমবার প্রকাশিত হতে চলেছে এসএসসি-র নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফল ৷ বিকেল পাঁচটায় কমিশনের ওয়েবসাইট থেকে জানা যাবে ফলাফল ৷ ফলে দেড় বছর পর আটকে থাকার পর সোমবারই ১৩ হাজার নতুন শিক্ষকের ভাগ্য খুলে যাবে ৷ তবে আগামী ১৯ এপ্রিলের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে যাবে বলে স্কুল সার্ভিস কমিশনের কর্তাদের ধারনা ৷
২০১৬ সালে নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা হয়েছিল ৷ পরীক্ষা দিয়েছিলেন প্রায় এক লক্ষ ৪৩ হাজার প্রার্থী ৷ এরপর মৌখিক পরীক্ষা হয় ২০১৭ সালে । তবে, এই নিয়োগ নিয়ে কম জটিলটা তৈরি হয়নি ৷ এর আগে একটি মামলার পরিপ্রেক্ষিতে এসএসসির ফলপ্রকাশের উপরে নিষেধাজ্ঞা জারি করে কলকাতা হাইকোর্ট । কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয়, ৩১ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষার ফলপ্রকাশ করা যাবে না । পরে সেই স্থগিতাদেশ ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত জারি রাখে আদালত । সেই মামলা মিটে যাওয়ায় ফল প্রকাশে আর কোনও বাধা থাকে না । তখনই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দেন, যে চলতি মার্চ মাসের মধ্যেই এসএসসি-র ফলপ্রকাশ করা হবে । এরপরই এদিন এসএসসি-র চূড়ান্ত ফল প্রকাশের দিনক্ষণ ঘোষণা করে কমিশ ন । নবম ও দশম শ্রেণির জন্য শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শূন্যদের সংখ্যা প্রায় ১৩ হাজার । পরীক্ষা দিয়েছিলেন প্রায় ১ লাখ ৪৩ হাজার পরীক্ষার্থী । তবে, কবে সফল চাকরিপ্রার্থীদের কবে কখন কোথায় ডাকা হবে তা এখনও জানানো হয়নি ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন