কলকাতা : মোহনবাগানের সব পদ থেকে ইস্তফা দিলেন দুই শীর্ষ কর্তা সৃঞ্জয় বসু ও দেবাশীষ দত্ত ৷ বাগানের সহ সচিব পদের দায়িত্ব সামলাচ্ছিলেন সৃঞ্জয় বসু, অন্যদিকে অর্থসচিবের দায়িত্বে ছিলেন দেবাশীষ দত্ত৷ সোমবার সাংবাদিক সম্মেলন করে নিজেদের দায়িত্ব থেকে ইস্তফা দিলেন সৃঞ্জয়-দেবাশীষ৷
মোহনবাগান সচিব অঞ্জন মিত্রের বিরুদ্ধে সৃঞ্জয় বোস এবং দেবাশিস দত্তের গত চার বছরের পুষে রাখা পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ হল সোমবার | সোমবার দুপুরে মোহনবাগানের সব পদ থেকে ইস্তফা দিলেন দুই শীর্ষ কর্তা সৃঞ্জয় বসু ও দেবাশীষ দত্ত ৷ বাগানের সহ সচিব পদের দায়িত্ব সামলাচ্ছিলেন সৃঞ্জয় বসু, অন্যদিকে অর্থসচিবের দায়িত্বে ছিলেন দেবাশীষ দত্ত৷ এদিন এই দু পদ থেকেই ইস্তফা দিয়েছেন দুজন | সেই সঙ্গে কোম্পানির ডিরেক্টরশিপ পদ থেকেও সরে দাঁড়ালেন সৃঞ্জয়-দেবাশিস।অনেক ভাবনা-চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন দু'জনেই।
দেবাশিস দত্ত আরও বলেন, "টুটু বসু শারীরিক কারণে ক্লাব ছেড়েছেন, আমরা মানসিক ভাবে আর পারছি না তাই পদত্যাগ করলাম।" সামনাসামনি কাউকে অপমান করা সম্ভব নয়, আবার আপোষও সম্ভব নয়। অঞ্জন মিত্রের প্রতি শ্রদ্ধা রেখেই দেবাশিস বলেন, আমরা দু'জনেই অঞ্জনদাকে ভালবাসি। আমরা দু'জনেই পারছি না। এটা নিজেদের ব্যর্থতা।"
সৃঞ্জয় বোস বলেন, " সঞ্জয়দা ছেড়ে যাওয়ার দিনই সিদ্ধান্ত নিয়েছি। আজকে যখন কেউ মাঠে আসে না, অথচ বলেন, আমি মাঠে এলে এ রকম ঘটত না। তখন মনে হয়, আমরা মাঠে আসি বলেই এমন ঘটেছে। দেখুন দিনের শেষে ক্লাবের সমর্থক। আমরা কোনও দিন চাইব না মোহনবাগানের ক্ষতি হোক।"
দুই শীর্ষকর্তা জানিয়েছেন,‘আই লিগের মাঝে দায়িত্ব ছাড়লে, নিন্দুকেরা আমাদের দিকেই আঙুল তুলত৷ সেক্ষেত্রে বলা হত, ক্লাবের খারাপ সময়ে দুই কর্তা ক্লাবকে ডুবিয়ে ছেড়ে চলে যাচ্ছে৷সেই কারণেই লিগ শেষ হতে দায়িত্ব ছাড়লাম৷’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন