নয়াদিল্লি : ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগ দিলেন সমাজবাদী পার্টির সাংসদ তথা সদ্য প্রাক্তন সপা নেতা নরেশ আগরওয়াল| সোমবার দিল্লিতে বিজেপির সদর দফতরে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল ও বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র-র উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন নরেশ আগরওয়াল| ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগ দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নরেশ আগরওয়াল বলেছেন, ‘ফিল্মে কাজ করেন এমন একজনের সঙ্গে আমার তুলনা করা হয়েছে| ওঁনার নামে আমার টিকিট কাটা হয়েছে| এই বিষয়টিকে আমি ঠিক বলে মনে করিনি| রাজ্যসভার টিকিটের কোনও চাহিদা নেই|’
রাজনৈতিক মহল সূত্রের খবর, নরেশ আগরওয়ালের দাবি অগ্রাহ্য করে উত্তর প্রদেশ থেকে রাজ্যসভার প্রার্থী করা হয়েছে জয়া বচ্চনকে| উত্তর প্রদেশে সমাজবাদী পার্টির ৪৭ বিধায়ক থাকলেও, রাজ্যসভার প্রার্থী হিসেবে একজন প্রার্থীকেই পাঠানোর সুযোগ ছিল সপা-র| সপা-র রাজ্যসভার টিকিটের বিষয়টি প্রকাশ্যে আসতেই ক্ষুব্ধ এই সাংসদ বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ করলে গেরুয়া শিবিরে যোগদানের ক্ষেত্রে গ্রিন সিগন্যাল দেওয়া হয়|
প্রসঙ্গত, উত্তর প্রদেশের হারদৌইয়ের বাসিন্দা নরেশ আগরওয়াল ১৯৮০ সালে কংগ্রেসের টিকিটে বিধায়ক হন| পরে তিনি বেশ কিছু দল পরিবর্তনের পর সপা-র সদস্য হয়েছিলেন| এবার গেরুয়া শিবিরে যোগ দিলেন সপা সাংসদ নরেশ আগরওয়াল|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন