এবারের বজেট মধ্যবিত্ত ও গরিবদের কাছে সৰ্বস্পৰ্শী সর্বোত্তম : বিজেপি-র প্রদেশ সভাপতি - Aaj Bikel
এবারের বজেট মধ্যবিত্ত ও গরিবদের কাছে সৰ্বস্পৰ্শী সর্বোত্তম : বিজেপি-র প্রদেশ সভাপতি

এবারের বজেট মধ্যবিত্ত ও গরিবদের কাছে সৰ্বস্পৰ্শী সর্বোত্তম : বিজেপি-র প্রদেশ সভাপতি

Share This


গুয়াহাটি  : আজ সোমবার রাজ্য বিধানসভায় অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা যে বাজেট পেশ করেছেন তাকে মধ্যবিত্ত ও গরিব জনসাধারণের কাছে সৰ্বস্পৰ্শী এবং সৰ্বব্যাপী সৰ্বোত্তম বাজেট হিসেবে অবিহিত করেছেন ভারতীয় জনতা পাৰ্টির রাজ্য সভাপতি রঞ্জিতকুমার দাস। তিনি বলেন, এই বাজেট আগামী দিনগুলির জন্য অসমের সৰ্বাঙ্গীন উন্নয়নের ইঙ্গিত বহন করছে। এর দ্বারা রাজ্যের আৰ্থ-সামাজিক বুনিয়াদ মজবুত হবে বলেও মনে করেন প্রদেশে সবাপতি।

অসম বিধানসভায় আজ অর্থমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মার দাখিলিকৃত বাজেটকে স্বাগত জানিয়ে রঞ্জিত দাস বলেছেন, জোট সরকারের এই পূৰ্ণাঙ্গ বাজেটে রাজ্যের সৰ্বসাধারণ মানুষের মনের প্ৰকৃত উপলব্ধি প্ৰতিফলিত হয়েছে।

বাজেটে গৃহীত প্রস্তাব ইত্যাদির দ্বারা স্বাস্থ্য, শিক্ষা, কৃষি এবং মহিলা ও শিশুদের পৰ্যাপ্ত ফলপ্ৰসূ ব্যবস্থা হাতে নেওয়ার পাশাপাশি রাজ্যের লক্ষাধিক শিক্ষিত বেকারের স্বাবলম্বী হওয়ার পথ প্ৰশস্ত হয়েছে বলে মনে করেন তিনি। বাজেটে অসমের সভ্যতা ও ঐতিহ্য সংরক্ষণ তথা সংবৰ্ধনের ইতিবাচক পদক্ষেপ গ্ৰহণ করা হয়েছে বলে মতপোষণ করে রাজ্যের রাজস্ব সংগ্ৰহে অধিক গুরুত্ব প্ৰদানের বিষয়টি এক উল্লেখযোগ্য দিক বলে মনে করেন দলের প্রদেশ সভাপতি। বলেন, বাজেটে জনসাধারণের প্ৰতি সরকারের যে দায়বদ্ধতা রয়েছে তা প্ৰতিফলিত হয়েছে। এতে উন্নয়নের গতি ত্বরান্বিত হবে।

কোন মন্তব্য নেই: