এগরা : কারোর মা আছে বাবা নেই।কারোর বাবা আছে মা নেই। আবার কারোর মা-বাবা কেউই নেই। এমনই অনাথ ছেলেমেয়েরা এবার দিচ্ছে মাধ্যমিক পরীক্ষা।এরা সকলেই ভগবানপুর-২ব্লকের পাঁউশী অন্ত্যোদয় অনাথ আশ্রমের আবাসিক ছাত্রছাত্রী।পাঁউশী অন্ত্যোদ্বয় অনাথ আশ্রম থেকে জানানো হয়েছে যে,"মোট ১১জন অনাথ ছাত্রছাত্রী পাঁউশী বৈকুণ্ঠ মিলনী বিদ্যা মন্দির থেকে এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে।
এই সকল ছেলেমেয়েরা স্থানীয় প্রশাসনের সুপারিশে দীর্ঘদিন ধরে অনাথ আশ্রমে থেকে পড়াশোনা করছে।"বিশ্বজিৎ জানা নামে এক অনাথ মাধ্যমিক পরীক্ষার্থী জানায়,"পড়াশোনা করে দেশের ও দশের মুখ উজ্জ্বল করবো। অপর এক ছাত্রী পুর্ণিমা বেরা বলেন,"ভবিষ্যতে পড়াশোনার মাধ্যমে নিজের জীবনে প্রতিষ্ঠিত হওয়াই আমার লক্ষ্য।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন