গুয়াহাটি : এবারের বাজেটে ব্ৰহ্মপুত্ৰ নদের ওপর চারটি নতুন সেতুর প্ৰস্তাব রাখা হয়েছ। এগুলি ধুবড়ি-ফুলবাড়ি, গহপুর- নুমলিগড়, দিসাংমুখ টেকেলিফুটা এবং কমলাবাড়ি-নিমাতিঘাটে হবে বলে আজ বাজেট ভাষণে জানিয়েছেন অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।
মন্ত্রী জানান, অঙ্গনওয়াড়ি কৰ্মীদের ১,০০০ এবং সহায়িকাদের ৫০০ টাকা করে বাড়ানোর প্রস্তাব রেখে তা আগামী এপ্ৰিল থেকে বলবৎ হবে। প্রদত্ত ভাষণে তিনি জানান, তৃতীয় ও চতুৰ্থ শ্রেণির চাকরি প্রার্থীদের ট্ৰেজারি চালান প্রথার বিলুপ্তি করা হয়েছে। তৃতীয় ও চতুৰ্থ শ্রেণির চাকরির জন্য আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ৩৮ থেকে ৪৪ বছর পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে পুলিশ, গৃহরক্ষী, প্ৰতিরক্ষা এবং অগ্নিনিৰ্বাপন বিভাগের নিয়ম অপরিবর্তিত থাকবে।
এদিকে অ্যাপোল বস্ত্র কারখানাকে পুনরুদ্ধারের জন্য ৯.১ কোটি টাকা ব্যয় করার প্ৰস্তাব বাজেটে ধার্য করেছেন মন্ত্রী শর্মা। তিনি আরও জানান, সৰ্থেবাড়ির কাঁসা শিল্পের উন্নয়নে ১৭.৫০ কোটি টাকার প্রস্তাব এবারের বাজেটে রাখা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন