এবার অতিরিক্ত কুড়িজন সাংবাদিককে দেওয়া হবে পেনশন - Aaj Bikel
এবার অতিরিক্ত কুড়িজন সাংবাদিককে দেওয়া হবে পেনশন

এবার অতিরিক্ত কুড়িজন সাংবাদিককে দেওয়া হবে পেনশন

Share This


গুয়াহাটি  : এবার অতিরিক্ত কুড়িজন সাংবাদিককে পেনশন দেওয়া হবে। গতবছর দেওয়া হয়েছিল ২০ জনকে। সেই হিসাবে অতিরিক্ত কুড়িজন সাংবাদিককে পেনশন দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে এবারের বাজেটে। আজ সোমবার রাজ্য বিধানসভার বাজেট ভাষণে জানিয়েছেন অর্থমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।

তাছাড়া, অভিনয় জগতের জন্য এক সরকারি পুরস্কারের কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এই পুরস্কার অভিনেতা বিজু ফুকনের নামে উৎসর্গ করা হবে। এতে অভিনেতা-অভিনেত্রীরা উৎসাহিত হবেন বলে মনে করে প্রয়োজনীয় অর্থের প্রস্তাব বাজেটে রাখা হয়েছে বলে বিধানসভায় প্রদত্ত ভাষণে জানান মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

এছাড়া রাজ্যের ১২৬টি বিধানসভা কেন্দ্রে দুটি করে মডেল ভিলেজ স্থাপনের প্রস্তাব রাখা হয়েছে এবং এর জন্য প্রতিটি আদর্শ গ্রামের জন্য ৫০ লক্ষ টাকা খরচ করার ব্যবস্থা রাখা হয়েছে বাজেটে।

কোন মন্তব্য নেই: