শিলিগুড়ি : ২৪ ঘণ্টার মধ্যে প্রেমিক–প্রেমিকার ঝুলন্ত দেহ উদ্ধার হল শিলিগুড়িতে। প্রেমিক অনুপ রায়ের মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই প্রেমিকারাও ঝুলন্ত দেহ উদ্ধার হল।
জানা গেছে, শিলিগুড়ির পূর্ব চয়নপাড়ার বাসিন্দা অনুপ রায় রবিবার দুপুরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সে এবার ঘোগোমালি উচ্চ বিদ্যালয়ের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। এই খবর ছড়িয়ে পড়তেই আত্মঘাতী হল তার প্রেমিকা শিপ্রা রায়। জানা গেছে, দুজনে সহপাঠি ছিল। অনুপ রায়ের আত্মহত্যার পর তাঁর মোবাইল থেকে কিছু ভিডিও উদ্ধার করে পুলিশ । নিজের মোবাইলে লাইভ ভিডিও তুলেছিল অনুপ। সোমবার সকালে পূর্ব হাতিয়াডাঙ্গার নিজের ঘরে শিপ্রা রায়ও গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকেরা তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাস্তায় তাঁর মৃত্যু হয়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত্যুর আগে অনুপ মোবাইলে লাইভ ভিডিও তুলছিল। কাউকে বারবার ফ্লাইং কিস দিচ্ছিল। সেটা তখন বোঝা যায়নি। কিন্তু এদিন শিপ্রার মৃত্যুর পর সব পরিষ্কার হয়ে যায়। দুজনের মধ্যে ভালবাসার সম্পর্ক ছিল। শিপ্রার মৃত্যুর পর বন্ধু বান্ধবীদের থেকে জিজ্ঞেস করেই এই তথ্য পাওয়া গেছে। শিপ্রার বাবা জগদীশচন্দ্র রায় বলেন, রবিবার বিকেলে বান্ধবীর সঙ্গে বাড়ি থেকে বের হয়। মেয়ের খোঁজ না পেয়ে ওই বান্ধবীর বাড়িতে যান মেয়ের মা। কণিকা তাঁকে জানিয়েছেন, শিপ্রা নরেশ মোড়ে অনুপের বাড়িতে যাওয়ার কথা বলেছিল। কিন্তু বাড়িতে দেখা যায় মেয়ের দরজা বন্ধ ছিল। দরজা ধাক্কাতেই দেখা যায় মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার। পুলিশ তদন্তে নেমেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন