গুয়াহাটি : সোনাই, করিমগঞ্জ, হাইলাকান্দি, চেঙা, বটদ্ৰবা, জলেশ্বর, গোলকগঞ্জ, বিলাসিপাড়া, মঙলদৈ তৈরি হবে মহিলা কলেজ। সংখ্যালঘু অধ্যুষিত এলাকার শিক্ষা ক্ষেত্রের উন্নয়নে এই কলেজগুলি স্থাপন করা হবে বলে আজ বিধানসভায় প্রদত্ত বাজেট অধিবেশনে জানিয়েছেন অর্থমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।
প্রদত্ত বাজেট ভাষণে মন্ত্রী জানান, টিংখং, মাজুলি এবং হাজোয় তিনটি পলিটেকনিক ইনস্টিটিউশনের প্ৰস্তাব রাখা হয়েছে বাজেটে। তাছাড়া এ বছর আরও দুটি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন হবে অসমে। বাজেটে দশটি নতুন বিএড কলেজ স্থাপনের প্ৰস্তাব রাখা হয়েছে। এগুলি পশ্চিম কারবি আংলং, বঙাইগাঁও, বাকসা, নলবাড়ি, কামরূপ, মরিগাঁও, ডিমা হাসাও, শিবসাগর, বিশ্বনাথ, লখিমপুরে নির্মাণ করা হবে। পাশাপাশি রাজ্যে আরও দশটি নতুন সরকারি আইন মহাবিদ্যালয় স্থাপনের প্ৰতিশ্ৰুতি দিয়েছেন অর্থ তথা শিক্ষামন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। এই আইন মহাবিদ্যালয়গুলি হবে শিলচর, তেজপুর, ডিফু, ধুবড়ি, নলবাড়ি, রঙিয়া, যোরহাট, লখিমপুরে।
তাছাড়া নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী করিমগঞ্জে গড়ে তোলা হবে নতুন মেডিক্যাল কলেজ হাসপাতাল। মন্ত্রী জানান, এ বছরই আরম্ভ হবে তিনটি মেডিক্যাল কলেজ হাসপাতালের নির্মাণকার্য। তাছাড়া, কোকরাঝাড়, তিনসুকিয়া, নলবাড়ি, ডিফু, ধুবড়ি, নগাঁওয়েও হবে মেডিক্যাল কলেজ হাসপাতাল। লখিমপুরে মেডিক্যাল কলেজ হাসপাতালের নিৰ্মাণকার্য চলছে বলে জানান মন্ত্রী। তিনি জানান, উত্তর-পূর্বাঞ্চলের আর কোথাও মেডিক্যাল কলেজ নেই বলে অসম বাজেটে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে ২০১৮-১৯ অর্থবৰ্ষের বাজেটে। সেই সুবাদে অসমের মেডিক্যাল কলেজে দুটি করে আসন সংরক্ষণের ব্যবস্থা থাকবে বলে জানান তিনি। এরই পরিপ্রিক্ষিতে মন্ত্রী জানান, উত্তর-পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যগুলিকে নিয়ে গঠিত হবে উত্তরপূ্র্ব ফাউন্ডেশন।
২০১৮-১৯ অর্থবর্ষের বাজেটে বাকসা, ওদালগুড়ি, চিরাঙে নতুন কলেজে প্ৰতিশ্ৰুতি দেওয়া হয়েছে। মেগা স্কিল সিটির জন্য ১৮ কোটি টাকা ধাৰ্য করা হয়েছে বাজেটে। ডিমা হাসাও জেলায় শস্য কলেজ, রাজ্য শ্ৰমিক গবেষণা প্ৰশিক্ষণ প্ৰতিষ্ঠান, রাজ্য গণ-অর্থ প্ৰতিষ্ঠান স্থাপনের প্ৰতিশ্ৰুতি দিয়েছেন মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। তাছাড়া, যোরহাট এবং গুয়াহাটিতে ক্লাস্টার ইউনিভার্সিটি খোলার প্ৰস্তাব রাখা হয়েছে বাজেটে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন