.কাঠমাণ্ডু আন্তর্জাতিক বিমানবন্দরে ভেঙে পড়ল বাংলাদেশের বিমান - Aaj Bikel
.কাঠমাণ্ডু আন্তর্জাতিক বিমানবন্দরে ভেঙে পড়ল বাংলাদেশের বিমান

.কাঠমাণ্ডু আন্তর্জাতিক বিমানবন্দরে ভেঙে পড়ল বাংলাদেশের বিমান

Share This


কাঠমাণ্ডু ও ঢাকা  : নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে, ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে ভেঙে পড়ল বাংলাদেশের একটি বিমান| স্থানীয় সময় অনুযায়ী সোমবার দুপুর ২.২০ মিনিট নাগাদ পার্বত্য শহর কাঠমাণ্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে ইউএস-বাংলাদেশ (বাংলাদেশ এয়ারলাইন) সংস্থার একটি বিমান| বিমানটি ভেঙে পড়ার পরই দাউদাউ করে আগুন ধরে যায়| বিমান দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২৮ জনের মৃত্যু হয়েছে| গুরুতর জখম হয়েছেন অন্তত ২৩ জন| পাশাপাশি বহু যাত্রীর মৃতু্যর আশঙ্কা করা হচ্ছে| তবে বেসরকারি মতে, বিমান দুর্ঘটনায় ৫৭ জনের মৃত্যু হয়েছে| কারণ এখনও বহু যাত্রীর খোঁজ পাওয়া যাচ্ছে না| বিমানবন্দর সূত্রের খবর, সোমবার দুপুরে নেপালের ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দর (টিআইএ)-এর পূর্ব দিকে নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে ইউএস-বাংলাদেশ (বাংলাদেশ এয়ারলাইন) সংস্থার ওই বিমানটি| দুর্ঘটনার পরই কালো ধোঁয়া নির্গত হতে থাকে| দুর্ঘটনাগ্রস্ত বিমানটির আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে যান দমকল কর্মী ও সেনাবাহিনীর জওয়ানরা|

বাংলাদেশের সিভিল এভিয়েশন জন সংযোগ আধিকারিক এ কে এম রেজাউল করিম জানিয়েছেন, বিএস ২১১ নম্বর ফ্লাইটটিতে ৪ ক্রু মেম্বার সহ প্লেনটিতে আরোহী ছিলেন ৭১ জন| বাংলাদেশ সময় দুপুর ১২.৩০ মিনিট নাগাদ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাঠমাণ্ডু উড়ে গিয়েছিল বিমানটি| ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র প্রেম নাথ ঠাকুর জানিয়েছেন, বিমানটি অবতরণের সময় তীব্র ঝাঁকুনি খেয়ে দিক বদলে পূর্ব পাশের একটি ফুটবল মাঠে আছড়ে পড়ে| এরপর বিমানটিতে আগুন ধরে যায়| নেপাল প্রশাসন সূত্রের খবর, বিমান দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২৮ জনের মৃত্যু হয়েছে| গুরুতর জখম হয়েছেন অন্তত ২৩ জন| পাশাপাশি বহু যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে| তবে বেসরকারি মতে, বিমান দুর্ঘটনায় ৫৭ জনের মৃত্যু হয়েছে| এয়ার ট্র্যাফিক কন্ট্রোল সূত্রের খবর, নোজহুইলে সমস্যা থাকার কারণে হয়তো বিমানটি দুর্ঘটনার মুখে পড়েছে| যুদ্ধকালীন তত্পরতায় চলছে উদ্ধারকাজ| বিমান দুর্ঘটনার পরই বন্ধ রাখা হয় কাঠমাণ্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দর|

কোন মন্তব্য নেই: