উত্তাপহীন নির্বাচনে ব্যাপক মতদান চড়িলামে - Aaj Bikel
উত্তাপহীন নির্বাচনে ব্যাপক মতদান চড়িলামে

উত্তাপহীন নির্বাচনে ব্যাপক মতদান চড়িলামে

Share This


আগরতলা : চড়িলাম বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে। নির্বাচনী উত্তাপ না-থাকলেও ব্যাপক হারে ভোট পড়ছে। বেলা দেড়টা পর্যন্ত ৬০ শতাংশ মতদান হয়েছে। প্রায় প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে এখনও মতদাতাদের দীর্ঘ লাইন রয়েছে।

কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে চড়িলামে ভোটগ্রহণ পর্ব শুরু হয় সকাল সাতটায়। ছয় কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী গোটা বিধানসভা এলাকার দায়িত্ব নিয়েছে। সঙ্গে রয়েছে রাজ্য পুলিশ ও টিএসআর বাহিনী। ২৭টি স্থানে ৪০টি বুথে সকাল সাতটা থেকে ভোটগ্রহণ পর্ব শুরু হয়। ছয়জন রয়েছেন সেক্টর অফিসার।

প্রসঙ্গত, ১৯ চড়িলাম উপজাতি সংরক্ষিত আসনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিপিআইএম দলের প্রার্থী রমেন্দ্রনারায়ণ দেববর্মার আকস্মিক মৃত্যুতে এই কেন্দ্রে বিধানসভার ভোটগ্রহণ পিছিয়ে যায়। পরে দল এই কেন্দ্রে পলাশ দেববর্মাকে প্রার্থী করে। কিন্তু নির্বাচনোত্তর সন্ত্রাসের অভিযোগ তুলে সিপিআইএম সরব প্রচারের শেষ দিন নির্বাচন থেকে সরে দাঁড়ায়। এই কেন্দ্রে বিজেপি-র প্রার্থী নবনির্বাচিত সরকারের উপ-মুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মণ।
এছাড়া অন্যান্য প্রার্থীরা হলেন, অর্জুন দেববর্মা, নির্দল প্রার্থী যতিলাল দেববর্মা এবং আইএনপিটি-র উমাশঙ্কর দেববর্মা। চড়িলামে মোট ভোটদাতার সংখ্যা ৩৬,৮৪০ জন। এঁদের মধ্যে পুরুষ ভোটার ১৮৯২৫ এবং মহিলা ভোটার রয়েছেন ১৭৮৯৯ জন।

কোন মন্তব্য নেই: