গুয়াহাটি : ঠিকাভিত্তিক শিক্ষকের বেতন বৃদ্ধির প্ৰস্তাব রাখা হয়েছে এবারের বাজেটে। সে অনুসারে ১৫,৫০০ টাকা থেকে বেড়ে ঠিকাভিত্তিক শিক্ষকদের বেতন হব ২০,০০০ টাকা। এই সুবিধা রাজ্যের ৬,০০০ শিক্ষক লাভ করবেন বলে বাজেট ভাষণে জানিয়েছেন অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।
মন্ত্রী জানান, এ বছর থেকে ডিগ্ৰি স্তরের ছাত্ৰছাত্ৰীদের বিলি করা হবে বিনামূল্যের পাঠ্যবই। তাছাড়া নতুন পলিটেকনিক প্রতিষ্ঠান স্থাপন হবে মাজুলি, টিংখাং এবং হাজোতে। দুটি নতুন মেডিক্যাল কলেজ হাসাপাতাল খোলার প্রস্তাব রাখা হয়েছে এবারের বাজেট। এগুলি হবে কোকরাঝাড় এবং করিমগঞ্জে। এছাড়া ডিব্রুগড়ে তৈরি হবে একটি ক্রীড়া বিশ্ববিদ্যালয়। আজ অসম বিধানসভার বাজেট অধিবেশনে জানিয়েছেন অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব। তাছাড়া দেড়গাঁও পুলিশ প্ৰশিক্ষণ মহাবিদ্যালয়কে রাজ্য পুলিশ অ্যাকাডেমিতে উন্নীত করতে ছয় কোটি টাকার প্ৰস্তাব রাখা হয়েছে ২০১৬-১৭ অর্থবৰ্ষের বাজেটে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন