মালদা : কর্তব্যরত পুলিশ কর্মীদের চোখে ধুলো দিয়ে পালাল এক বন্দী। চাঞ্চল্যকর ঘটনাটি সোমবার মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ঘটেছে। এদিন ভোরে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মেল মেডিসিন ওয়ার্ডের দোতলায় বন্দীদের সেলের জানালা ভেঙে পালায় ওই বন্দী। পুলিশ সূত্রের খবর পলাতক ওই বন্দীর নাম সফিকুল ইসলাম। বয়স ৩৪। আদতে বাংলাদেশের নাগরিক হলেও। কাটাতাঁর পেরিয়ে মাঝে মাঝেই এই পারে এসে চুরি, ছিনতাই, ডাকাতিসহ একাধিক অপরাধমূলক কাজ সংগঠিত করত সে।
এই অপরাধমূলক কাজে তাকে সঙ্গ দিত স্থানীয় দুষ্কৃতিরা। তার বিরুদ্ধে একাধিক থানায় বহু অভিযোগ রয়েছে। কিছুদিন সফিকুল ইসলামকে গ্রেফতার করে কালিয়াচক থানার পুলিশ। একটি মামলার কারণে তাকে হাওড়া নিয়ে যাওয়ার সময় হঠাৎ অসুস্থবোধ করে সফিকুল ইসলাম। সঙ্গে সঙ্গে তাকে মালদায় ফিরিয়ে এনে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকেই এদিন জানালা ভেঙে পালিয়ে যায় সফিকুল।
ফেরার সফিকুলকে ধরার জন্য তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্নের মুখে পড়েছে প্রহরারত পুলিশকর্মীদের ভূমিকা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন