গুয়াহাটি : এবারের ২০১৬-১৭ অর্থবৰ্ষের বাজেট আমজনতার জন্য উৎসর্গ করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তা দেখা যাবে। বাজেট পেশ করতে বিধানসভায় প্রবেশের মুখে সাংবাদিকদের এই ‘সুখবর’ দিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।
আজ সোমবার রাজ্য বিধানসভায় সর্বানন্দ সনোয়াল নেতৃত্বাধীন সরকারের তৃতীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। বিধানসভায় বাজেট পেশের আগে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। বৈঠক শেষে বিধানসভায় প্রবেশের মুখে অপেক্ষারত সাংবাদিকদের মুখোমুখি হলে অর্থমন্ত্রী জানান, এবারের বাজেট একত্রীকরণ, সম্প্রসারণ এবং উত্তরণ-এর থিমে তৈরি করা হয়েছে। এর ব্যাখ্যা করে জানান, পুরনো বাজেট অনুযায়ী কোনও প্রকল্পে যদি আরও টাকার দরকার মনে করা হয় তা হলে সেই প্রকল্পকে নতুন বাজেটের সঙ্গে যুক্ত করলে হবে একত্রীকরণ। তাছাড়া সেই পুরনো প্রকল্পকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তা হলে তা হবে সম্প্রসারণ এবং সর্বোপরি সেই পুরনো প্রকল্প যদি জনতার কাছে বেশি সমাদর লাভ তা হলে সেই প্রকল্পে আরও বেশি অর্থ বরাদ্দ করাকে বলা হচ্ছে উত্তরণ।
মন্ত্রী বলেন, এবারের বাজেটকে ডিজিটাল করা হয়েছে। গত দুই বছরের বাজেটে বরাদ্দ অর্থের কতটুকু কার্যকর হয়েছে তার সম্পূর্ণ খতিয়ান থাকবে আজকের বাজেটে। বাজেট সম্পর্কে বিধায়কদের অবগত হতে তাঁদের একটি করে প্রি-লোডেড ট্যাবলেট দেওয়া হবে। এতে পৃথক পৃথকভাবে যে কোনও বিভাগের জন্য বাজেটের সব বিবরণ বিধায়করা দেখতে পারবেন। একই উদ্দেশ্যে সাংবাদিকদের দেওয়া হবে একটি করে বাজেট সংবলিত পেনড্রাইভ। তাছাড়া বাজেট পেশের পর আগামীকাল রাজ্যের প্রথমসারির সংবাদপত্রে প্রকাশ করা হবে ১৬ পাতার বাজেট সাপ্লিমেন্ট। এতে প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষ দেখতে পারবেন কোন বিভাগে কত টাকা বরাদ্দ করা হয়েছে। মন্ত্রী আরও জানান, এত সব ছাড়াও তাঁর বাজেট ভাষণ ফেসবুক ও ট্যুইটারে লাইভ হবে। এতেও কারোর অসুবিধা হতে পারে ভেবে তৈরি করা হয়েছে গুগল অ্যাপ।
উল্লেখ্য, অন্ধ্রপ্রদেশের পর ডিজিটাল বাজেট ব্যবস্থা অসমে চালু হয়েছে। সেদিক থেকে দেশের মধ্যে অসমের স্থান দ্বিতীয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন