সিগন্যাল পয়েণ্ট বিকল, ট্রেন চলাচল ব্যহত ডাউন ব্যান্ডেল-হাওড়া লাইনে - Aaj Bikel
সিগন্যাল পয়েণ্ট বিকল, ট্রেন চলাচল ব্যহত ডাউন ব্যান্ডেল-হাওড়া লাইনে

সিগন্যাল পয়েণ্ট বিকল, ট্রেন চলাচল ব্যহত ডাউন ব্যান্ডেল-হাওড়া লাইনে

Share This


হাওড়া  : সপ্তাহের প্রথম দিনেই চূড়ান্ত নাকাল হতে হল নিত্য যাত্রীদের। সোমবার সিগন্যাল পয়েন্ট বিকল হয়ে যাওয়ার কারণে ডাউন ব্যান্ডেল- হাওড়া লাইনে এক ঘণ্টারও বেশি সময় ধরে বন্ধ থাকে ট্রেন চলাচল।
এদিন সকাল ৬টা ২৫ মিনিট নাগাদ চন্দননগর ও চুঁচুড়া স্টেশনের মাঝে সিগন্যাল পয়েণ্ট খারাপ হয়ে যায়। এর জেরে ব্যান্ডেল- হাওড়া ডাউন লাইনের ট্রেন চলাচল একেবারে বন্ধ হয়ে যায়। সিগন্যাল পয়েন্ট বিকল হয়ে যাওয়ার খবর পাওয়া মাত্র তৎক্ষণাৎ ঘটনাস্থলে আসে রেলের আধিকারিকরা। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় মেরামতির কাজ।

অবশেষে ৭টা ৪৫ মিনিট নাগাদ ঠিক হয়ে যায় সিগন্যাল পয়েন্ট। প্রায় এক ঘন্টারও বেশি সময় ধরে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে বহু মানুষকে স্টেশনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পাশপাশি সিগন্যাল পয়েন্ট বিকল ডাউন ব্যান্ডেল লোকাল, বর্ধমান লোকাল, কাটোয়া লোকাল দাঁড়িয়ে পড়ে। কিছু যাত্রীদের মধ্যে ক্ষোভেরও সঞ্চার দেখতে পাওয়া যায়। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও নিত্য যাত্রীরা নির্ধারিত সময়ের থেকে দেরিতে গন্তব্যে পৌঁছন।

কোন মন্তব্য নেই: