শিবপুর আই আই ই এস টি-তে আন্দোলনে শিক্ষক সংগঠনের সদস্যরা - Aaj Bikel
শিবপুর আই আই ই এস টি-তে আন্দোলনে শিক্ষক সংগঠনের সদস্যরা

শিবপুর আই আই ই এস টি-তে আন্দোলনে শিক্ষক সংগঠনের সদস্যরা

Share This
শিবপুর আই আই ই এস টি-তে অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে নামলেন শিক্ষক সংগঠনের সদস্যরা। সোমবার রাত থেকে ডিরেক্টরের অফিসের সামনে ধর্ণায় বসেন অধ্যাপকরা। জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানে উন্নীত হলেও শিক্ষক এবং অশিক্ষিক কর্মীদের বিভিন্ন দাবি দাওয়া কোনওভাবেই পূরণ হয়নি বলে অভিযোগ।

 এ নিয়ে আন্দোলন চলছিল। তবে রাতভোর এই অবস্থান আন্দোলনে নতুন মাত্রা দিল। ১২ মার্চ বিষয়টি ডিরেক্টরকে লিখিত ভাবে জানায় শিক্ষক সংগঠন। সংগঠনের সম্পাদক সুশান্ত পাড়ুই জানান,তাঁদের দাবি না মানলে আন্দোলন চলবে। তবে তার জন্য ছাত্র-ছাত্রীদের পড়াশোনার কোনও ক্ষতি হবে না বলে দাবি করেছেন তিনি।

কোন মন্তব্য নেই: