নয়াদিল্লি : আইএনএক্স অার্থিক তছরূপ মামলায় কার্তি চিদম্বরমের জামিনের আবেদনের শুনানি থেকে সরে দাঁড়ালেন দিল্লি হাইকোর্টের বিচারপতি ইন্দরমিত কৌর। এই আবেদনের শুনানি অন্য বেঞ্চে স্থানান্তর করা হয়েছে বলে অাদালত সূত্রে জানা গিয়েছে। আইএনএক্স অার্থিক তছরূপ মামলায় জামিন চেয়ে গত ১২ মার্চ দিল্লি হাইকোর্টে আবেদন করেছিলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরম। মঙ্গলবার ১৩ মার্চ এই মামলার শুনানি ছিল। কিন্তু শুনানির আগেই সরে দাঁড়ালেন দিল্লি হাইকোর্টের বিচারপতি |
এর আগে গত ১০ মার্চ কার্তিকে অন্তর্বর্তী সুরক্ষা দিয়েছিল দিল্লি হাইকোর্ট। বলা হয়েছিল, অাগামী ২০ মার্চ পর্যন্ত তাঁকে গ্রেফতার করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। দিল্লি হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করে ইডি।
উল্লেখ্য, আইএনএক্স অার্থিক তছরূপ মামলায় গত ২৮ ফেব্রুয়ারি চেন্নাই বিমানবন্দর থেকে কার্তি চিদম্বরমকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিঅাই। আইএনএক্স মিডিয়া লিমিটেডের জন্য ফরেন ইনভেস্টমেন্ট প্রোমোশন বোর্ডের (এফঅাইপিবি) ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে টাকা লেনদেনের অভিযোগ ওঠে। এই ঘটনায় অভিযুক্ত কার্তি চিদম্বরম এবং আইএনএক্স মিডিয়ার দুই কর্ণধার পিটার মুখার্জি ও ইন্দ্রাণী মুখার্জি। এই মামলায় অারেক তদন্তকারী সংস্থা ইডিও গত বছর মে মাসে কার্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। অার সেই মামলায় কার্তি চিদম্বরমকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য অাদালতের কাছে অার্জি জানায় ইডি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন