মাধ্যমিক: টোকাটুকি হয়নি বলে দাবি পর্ষদ সভাপতির - Aaj Bikel
মাধ্যমিক: টোকাটুকি হয়নি বলে দাবি পর্ষদ সভাপতির

মাধ্যমিক: টোকাটুকি হয়নি বলে দাবি পর্ষদ সভাপতির

Share This

মাধ্যমিকের দ্বিতীয় দিন সংবাদমাধ্যমের ক্যামেরায় গণটোকাটুকির ছবি ধরা পড়লেও সেই দাবি উড়িয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ। এদিন দ্বিতীয় ভাষার পরীক্ষায় মালদহ, উত্তর ২৪ পরগনা সহ বিভিন্ন জেলায় সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছে টোকাটুকির ছবি। যদিও সেই দাবি নস্যাৎ করেছে পর্ষদ।

তাদের দাবি, কোথাও টোকাটুকি হয়নি। এদিকে এদিন ছ'জনের পরীক্ষা বাতিল হয়েছে। তারা প্রত্যেকেই মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকেছিল। পর্ষদ সভাপতি জানান, তাদের মধ্যে প্রশ্নপত্র দেওয়ার ঠিক আগে তিনজনের থেকে মোবাইল ফোন মেলে এবং বাকি তিনজনের থেকে মোবাইল উদ্ধার হয় পরীক্ষা চলাকালীন। সঙ্গে সঙ্গেই তাদের পরীক্ষা বাতিল করা হয়েছে। 

কোন মন্তব্য নেই: