শান্তি বজায় রাখলে দার্জলিং-এ শিল্প হবে : মমতা বন্দ্যোপাধ্যায় - Aaj Bikel
শান্তি বজায় রাখলে দার্জলিং-এ শিল্প হবে : মমতা বন্দ্যোপাধ্যায়

শান্তি বজায় রাখলে দার্জলিং-এ শিল্প হবে : মমতা বন্দ্যোপাধ্যায়

Share This


দার্জিলিং  : পাহাড়ে শুরু হয়েছে দুই দিনের বাণিজ্য সম্মেলন। রাজ্য সরকারের উদ্যাগে আয়োজিত এই উপস্থিতি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | মঙ্গলবার উদ্বোধনী ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, “প্রথম কাজ আমাদের পাহাড়ের শান্তি বজায় রাখা।তাহলে দার্জলিং-এ শিল্প হবে। উন্নয়ন হবে। কর্ম সংস্থান বাড়বে।”

পাহাড়ে অশান্তির জেরে প্রচুর টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সেই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতেই রাজ্য সরকারের উদ্যাগে পাহাড়ে আয়োজিত হয়েছে দুই দিনের বাণিজ্য সম্মেলন | মঙ্গলবার দু’দিনের বাণিজ্য সম্মেলনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । উদ্বোধনী ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, “প্রথম কাজ আমাদের পাহাড়ের শান্তি বজায় রাখা। তাহলে দার্জলিং-এ শিল্প হবে। উন্নয়ন হবে। কর্ম সংস্থান বাড়বে।” পাহাড়ে শিল্প সম্মেলনে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি আরও বলেন, “দার্জিলিং-এ ৬ মাসে যে বনধ হয়েছে, তাতে ১০০০ কোটি টাকা পাহাড়ের ক্ষতি হয়েছে। রাজ্য সরকার দার্জিলিং-এ শিল্প গড়ার জন্য সব রকম সাহায্য করবে। দার্জিলিংয়ের সম্ভাবনা প্রচুর। শুধু ইচ্ছাশক্তি থাকতে হবে। তাহলেই কাজ হবে। আমরা চাই দার্জিলিংয়ে আরও কর্মসংস্থান হোক। শিল্প হলেই তা সম্ভব হবে।”

এদিনের সম্মেলনে মমতা বলেন, ‘জাপান পাহাড়ে শিল্প গড়তে ইচ্ছুক। কালিম্পং, দার্জিলিং, কার্শিয়াং, মিরিকে হতে পারে তথ্যপ্রযুক্তি পার্ক। পাহাড়ে কীভাবে তথ্যপ্রযুক্তি শিল্প গড়া যেতে পারে তা নিয়ে আলোচনা করতে আমরা প্রস্তুত।’ পাহাড়কে সবুজ ও পরিচ্ছন্ন করার আহ্বান জানিয়ে মমতা বলেন, ‘পাহাড়ে হোটেল শিল্পের আরও বাড়বাড়ন্ত হওয়া উচিত। লাভা, লোলেগাঁও, সান্দাকফু, কালিম্পং হতে পারে নতুন দার্জিলিং। টাইগার হিলকে নিয়েও রয়েছে নানা ভাবনা। মিরিকে হতে পারে স্থানীয় শিল্পের হাব।’

পাহাড়ের প্রথম বাণিজ্য সম্মেলন থেকে কেন্দ্রকেও বার্তা দেন মুখ্যমন্ত্রী| তিনি বলেন, ‘দার্জিলিংকে ভাল রাখতে দিন।’ এরপরই দার্জিলিংবাসীর উদ্দেশ্যে মমতা বলেন, ‘আপনারা শান্তি দিন। আমি আপনাদের উন্নয়ন দেব। পাহাড়ে কোনও চাহিদা থাকলে আলোচনায় বসুন। পাহাড়কে বরাবরই আমি বাড়তি গুরুত্ব দিই। এমনকি নিজের কেন্দ্রের থেকেও।’
পাহাড়ে বাণিজ্য সম্মেলন আয়োজনের জন্য জিটিএকে ধন্যবাদ জানিয়ে মমতা বলেন, ‘পাহাড়ে অর্কিড–পর্যটন শিল্পের উন্নতি হতে পারে। দার্জিলিংয়ে অশান্তির সময় হাজার কোটি টাকা নষ্ট হয়েছে। সবাই মিলে এবার শান্তিতে সবকিছু নতুন করে শুরু করি। সরকার পাহাড়বাসীদের সমস্যা মেটাতে তৈরি।’

কোন মন্তব্য নেই: