বিতর্ক পিছু ছাড়ছে না, নরেশের মন্তব্যের তীব্র নিন্দা করলেন হরসিমরত কৌর বাদল - Aaj Bikel
বিতর্ক পিছু ছাড়ছে না, নরেশের মন্তব্যের তীব্র নিন্দা করলেন হরসিমরত কৌর বাদল

বিতর্ক পিছু ছাড়ছে না, নরেশের মন্তব্যের তীব্র নিন্দা করলেন হরসিমরত কৌর বাদল

Share This


নয়াদিল্লি  : প্রবীণ অভিনেত্রী তথা রাজনীতিক জয়া বচ্চন সম্পর্কে সদ্য বিজেপিতে যোগ দেওয়া নরেশ আগরওয়ালের কুৎসিত মন্তব্যকে ঘিরে উত্তাল জাতীয় রাজনীতি| অশালীন মন্তব্যের জন্য নরেশ আগরওয়াল ক্ষমা চাইলেও, বিতর্ক আর পিছু ছাড়ছে না| রাজ্যসভায় প্রার্থী হতে না পেরে সোমবার সপুত্র বিজেপিতে যোগ দেন নরেশ আগরওয়াল| গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পরই জয়া বচ্চন সম্পর্কে অশালীন মন্তব্য করে নরেশ আগরওয়াল বলেছেন, ‘সিনেমায় অভিনয় করা, নাচ-গান করা অভিনেত্রীর সঙ্গে আমার তুলনা করা হয়েছে|’ প্রবীণ রাজনীতিক নরেশ আগরওয়ালের এই মন্তব্যের তীব্র নিন্দা করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা শিরোমণি অকালি দলের নেত্রী হরসিমরত কৌর বাদল|

 তাঁর কথায়, ‘এটা খুবই দুঃখজনক| নির্বাচিত প্রতিনিধিরা এমন মন্তব্য করলে, রোডসাইড রোমিওদের সঙ্গে তাঁদের কি পার্থক্য থাকবে? পুরুষরাও তো সিনেমাতে নাচ-গান করেন, তাহলে শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে কেন এমন ধরনের মন্তব্য করা হবে?’ নরেশ আগরওয়ালের মন্তব্যের তীব্র নিন্দা করেছেন কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরীও| রেণুকার মতে, ‘জয়া জী একজন অর্জনকারী| অমিতাভ বচ্চনের সঙ্গে বিবাহের প্রাক্কালে জয়া ভাদুরি হিসেবেই তিনি জনপ্রিয় ছিলেন| সমস্ত দল ঘোরেন, সুযোগ বুঝে অন্য দলে ঝাঁপিয়ে পড়েন| এটা কি পুরুষদের পরিচয়? উনি কি ভাবছেন সেটা কোনও ব্যাপার নয়, প্রশ্ন হচ্ছে বিজেপি কী করছে?’

রাজ্যসভায় প্রার্থী হতে না পেরে সোমবার সপুত্র গেরুয়া শিবিরে যোগ দেন সদ্য প্রাক্তন সপা নেতা নরেশ আগরওয়াল| সমাজবাদী পার্টির সাংসদ হিসেবে তাঁর মেয়াদ শেষ হওয়ার পরে আরও একবার দলের তরফে রাজ্যসভার টিকিট না পেয়েই ক্ষুব্ধ হয়ে বিজেপিতে যোগ দিয়েছেন নরেশ আগরওয়াল| গেরুয়া শিবিরে নরেশ আগরওয়ালের যোগদান প্রসঙ্গে এদিন মুলায়ম সিং যাদবকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘অওঁনার (নরেশ আগরওয়াল) প্রস্থানে কোনও ক্ষতি হবে না, বরং ভালোই হবে|’

কোন মন্তব্য নেই: