মহারাষ্ট্রে দুষ্কৃতি হামলায় নিহত দশম শ্রেণী এক ছাত্র - Aaj Bikel
মহারাষ্ট্রে দুষ্কৃতি হামলায় নিহত দশম শ্রেণী এক ছাত্র

মহারাষ্ট্রে দুষ্কৃতি হামলায় নিহত দশম শ্রেণী এক ছাত্র

Share This

মুম্বই : দশম শ্রেণীতে পড়া এক ছাত্রের উপর প্রাণঘাতী হামলা চালালো একদল দুষ্কৃতি। চাঞ্চল্যকর ঘটনাটি সোমবার গভীর রাতে পুনের সাহু নগরে ঘটেছে। অমৃতা বিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়া এক ছাত্রের উপর ছয়জন দুষ্কৃতি ধারালো অস্ত্র দিয়ে চড়াও হয়ে হামলা চালায়। পরে গুরুতর আহত অবস্থায় ছাত্রটিকে স্থানীয় ওয়াই সি এম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে শরীরের একাধিক জায়গায় ক্ষত থেকে থেকে অতিরিক্ত রক্তক্ষরণের জন্য মৃত্যু হয়েছে ছাত্রটির। এই ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে পুলিশ। গোটা ঘটনাটি তদন্ত করে দেখা আশ্বাস দিয়েছে স্থানীয় থানার পুলিশ। ইতিমধ্যেই মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।

পুনে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, সাহুনগরের আরটিও-র পেছনে দশম শ্রেণীতে পড়া বছর ১৬ বেদান্ত ভোঁসলেকে ধারালো অস্ত্র দিয়ে সোমবার গভীর রাতে কুপিয়ে খুন করে ছয়জনের এক দুষ্কৃতির দল। স্থানীয়দের দাবি বেদান্ত যখন সাহায্যের জন্য চিৎকর করছিল তখন স্থানীয় বাসিন্দারা তাকে সাহায্য করার জন্য ছুটে গিয়েছিল। কিন্তু ততক্ষণে ঘটনাস্থলে চম্পট দেয় দুষ্কৃতিরা। পুলিশ আরও জানিয়েছে যে নিহতের গলায় এবং মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনায় চাঞ্চল্য।

কোন মন্তব্য নেই: