জয়া বচ্চনের প্রতি অশালীন মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন নরেশ অগরওয়াল - Aaj Bikel
জয়া বচ্চনের প্রতি অশালীন মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন নরেশ অগরওয়াল

জয়া বচ্চনের প্রতি অশালীন মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন নরেশ অগরওয়াল

Share This


নয়াদিল্লি  : জয়া বচ্চনকে নিয়ে করা নিজের অশালীন মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন নরেশ অগরওয়াল। মঙ্গলবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, যদি আমার কোনও কথায় কেউ আঘাত পান, তবে আমি দুঃখ প্রকাশ করছি। আশা করব দুঃখ প্রকাশের অর্থ আপনারা বুঝতে পরেছেন।

প্রসঙ্গত, সমাজবাদী পার্টি ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়া নরেশ অগরওয়াল বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী তথা রাজ্যসভার সাংসদ জয়া বচ্চনকে কটাক্ষ করে বলেছিলেন, ফিল্মে সঙ্গে যারা যুক্ত তাদেরকে যে মর্যাদা দেওয়া হয়। আমাকেও সেই একই মর্যাদা দেওয়া হয়েছিল। ফিল্মের নাচিয়েদের জন্য আমাকে বাতিল করে দেওয়া হয়েছে। আমি এটিকে অনুচিত বলে মনে করি।

তারপরেই গোটা দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। এমনকি বিজেপির বহু নেতাই তার এই মন্তব্যের নিন্দায় মুখর হয়েছেন। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ট্যুইট করে নরেশ অগরওয়ালের এই মন্তব্যের কড়া ভাষায় নিন্দা করেন। এই মন্তব্যের সমালোচনা করেন কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানিও। অন্যদিকে নরেশ অগরওয়ালের এই মন্তব্যের জন্য বিজেপিকেই দায়ী করেছেন সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব।

কোন মন্তব্য নেই: