২৫ কেজি গাঁজা সহ ধৃত দু’জন মাদক পাচারকারী, বাজেয়াপ্ত তিনটি মোবাইল ফোন - Aaj Bikel
 ২৫ কেজি গাঁজা সহ ধৃত দু’জন মাদক পাচারকারী, বাজেয়াপ্ত তিনটি মোবাইল ফোন

২৫ কেজি গাঁজা সহ ধৃত দু’জন মাদক পাচারকারী, বাজেয়াপ্ত তিনটি মোবাইল ফোন

Share This


বর্ধমান  : বর্ধমান রেল স্টেশন চত্বর থেকে ২৫ কেজি গাঁজা সহ দু’জন মাদক পাচারকারীকে গ্রেফতার করল নারকোটিক বিভাগ ও রেল পুলিশ| পাশাপাশি দু’জন মাদক পাচারকারীর হেফাজত থেকে উদ্ধার হওয়া তিনটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে| উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য আনুমানিক ৩ লক্ষ টাকা| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোমবার রাতে বর্ধমান রেল স্টেশন চত্বরে যৌথ তল্লাশি অভিযান চালায় নারকোটিক কন্ট্রোল ব্যুরো ইউনিট ও বর্ধমান আরপিএফ| বর্ধমান স্টেশনে ঢোকার মুখে ডাকদিকের টিকিট কাউন্টারের পাশে এক মহিলা ও এক যুবককে ব্যাগ নিয়ে ইতস্তত ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয়| সন্দেহ হওয়ায় তাদের আটক করে ব্যাগে তল্লাশি চালালে উদ্ধার হয় ২৫ কেজি গাঁজা| তত্ক্ষণাত্ গ্রেফতার করা হয় দু’জন মাদক পাচারকারীকে| ধৃতদের নাম হল, রেজাউল শেখ (২৮) ও কিয়ামেরা বিবি (৫০)| দু’জনের বাড়ি বীরভূম জেলার সাঁইথিয়ায়|

নারকোটিক কন্ট্রোল ব্যুরো ইউনিট জানিয়েছে, গোপন সূত্রে খবর পাওয়া যায় ওডিশা থেকে বীরভূম জেলায় গাঁজা পাচারের কারবার চলছে জোরকদমে| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোমবার রাতে বর্ধমান রেল স্টেশন চত্বরে যৌথ তল্লাশি অভিযান চালানো হয়| তল্লাশি অভিযান চলাকালীন এক মহিলা ও এক যুবককে দেখে সন্দেহ হয়| তাদের কাছে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে ২৫ কেজি গাঁজা| উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য আনুমানিক ৩ লক্ষ টাকা| ওই মহিলা ও যুবক বর্ধমান থেকে বীরভূম জেলার রামপুরহাটে গাঁজা পাচার করার ছক কষেছিল| মঙ্গলবার তাদের আদালতে তোলা হবে|

কোন মন্তব্য নেই: