চিকিত্সকদের চেষ্টা বিফলে, মারা গেলেন দুর্ঘটনাগ্রস্ত বিএস২১১ বিমানের পাইলট - Aaj Bikel
চিকিত্সকদের চেষ্টা বিফলে, মারা গেলেন দুর্ঘটনাগ্রস্ত বিএস২১১ বিমানের পাইলট

চিকিত্সকদের চেষ্টা বিফলে, মারা গেলেন দুর্ঘটনাগ্রস্ত বিএস২১১ বিমানের পাইলট

Share This


ঢাকা  : মারা গেলেন কাঠমাণ্ডুতে দুর্ঘটনার কবলে পড়া ইউএস-বাংলা বিমানের পাইলট আবিদ সুলতান| চিকিত্সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে| ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ আধিকারিক কামরুল ইসলাম এই দুঃসংবাদটি জানিয়েছেন| ৫ হাজার ঘন্টার বেশি ফ্লাইয়ে অভিজ্ঞ পাইলট আবিদ সুলতান নেপালের নরভিক হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন| চিকিত্সকদের বহু চেষ্টা সত্ত্বেও, তাঁকে প্রাণে বাঁচানো যায়নি| হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন দুর্ঘটনাগ্রস্ত বিএস২১১ বিমানটির পাইলট আবিদ সুলতান|

নেপালের সময় অনুযায়ী সোমবার দুপুর ২.২০ মিনিট নাগাদ পার্বত্য শহর কাঠমাণ্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরই নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে ইউএস-বাংলাদেশ (বাংলাদেশ এয়ারলাইন) সংস্থার একটি বিমান| বিমানটি ভেঙে পড়ার পরই দাউদাউ করে আগুন ধরে যায়| বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কো-পাইলট সহ অন্তত ৫০ জন| এবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পাইলট আবিদ সুলতানও|

কোন মন্তব্য নেই: