অরবিন্দ কেজরিওয়ালের উপদেষ্টা পদ থেকে ইস্তফা দিলেন ভি কে জৈন, জল্পনা প্রশাসনিক মহলে - Aaj Bikel
অরবিন্দ কেজরিওয়ালের উপদেষ্টা পদ থেকে ইস্তফা দিলেন ভি কে জৈন, জল্পনা প্রশাসনিক মহলে

অরবিন্দ কেজরিওয়ালের উপদেষ্টা পদ থেকে ইস্তফা দিলেন ভি কে জৈন, জল্পনা প্রশাসনিক মহলে

Share This


নয়াদিল্লি  : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের উপদেষ্টা পদ থেকে ইস্তফা দিলেন ভি কে জৈন| প্রাথমিকভাবে জানা গিয়েছে, পারিবারিক ও ব্যক্তিগত কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি| প্রসঙ্গত, দিল্লির মুখ্যসচিব অংশু প্রকাশকে নিগ্রহের ঘটনায় সোমবারই ভি কে জৈনকে জিজ্ঞাসাবাদ করেছেন দিল্লি পুলিশের তদন্তকারীরা| এরপর মঙ্গলবার ভি কে জৈন সিদ্ধান্ত নিয়েছেন, পারিবারিক ও ব্যক্তিগত কারণে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের উপদেষ্টা পদ থেকে তিনি ইস্তফা দেবেন| ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর অফিস (সিএমও)-এ পদত্যাগ পত্র জমা দিয়েছেন ভি কে জৈন, এছাড়াও পদত্যাগ পত্রের একটি কপি পাঠিয়েছেন লেফটেন্যান্ট গর্ভনরকেও|

উল্লেখ্য, ২০১৭ সালে ১ সেপ্টেম্বর দিল্লির মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে নিযুক্ত হন ভি কে জৈন| তার আগে তিনি দিল্লি আরবান শেল্টার ইমপ্রুভমেন্ট বোর্ড (ডিইউএসআইবি)-এর চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) ছিলেন| প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে নিগ্রহের শিকার হন দিল্লির মুখ্যসচিব অংশু প্রকাশ| ওই ঘটনার পর থেকেই মুখ্যমন্ত্রীর অফিসে (সিএমও) আসা বন্ধ করে দেন ভি কে জৈন| মেডিক্যাল লিভ নিয়ে দীর্ঘদিনের ছুটিতে চলে যান তিনি| ইতিপূর্বে ভি কে জৈন জানিয়েছিলেন, তিনি কিছুই দেখেননি| কারণ ওই সময় (অংশু প্রকাশকে নিগ্রহ) তিনি ওয়াশরুমে গিয়েছিলেন| ভি কে জৈন আচমকা কেন কেজরিওয়ালের উপদেষ্টা পদ থেকে ইস্তফা দিলেন, তা নিয়ে দিল্লির প্রশাসনিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে|

কোন মন্তব্য নেই: