২০২০ সালে অত্যাধুনিক বিমানে সফর করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী - Aaj Bikel
২০২০ সালে অত্যাধুনিক বিমানে সফর করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

২০২০ সালে অত্যাধুনিক বিমানে সফর করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

Share This


নয়াদিল্লি : ভারতের রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য ২০১৭ সালের ফেব্রুয়ারি এবং মার্চ মাসে বোয়িং-৭৭৭ অন্তর্ভুক্ত করেছিল এয়ার ইন্ডিয়া। এবার সেই বিমানগুলির আধুনিকীকরণের সিদ্ধান্ত নিল তারা। ভারতের তিন সর্বোচ্চ সাংবিধানিক প্রধানের সফরের জন্য বোয়িং-৭৭৭ বিমান অন্তর্ভুক্ত করা হলেও, এখনও পর্যন্ত বোয়িং-৭৪৭ বিমানই ব্যবহার করেন তাঁরা। বোয়িং-৭৭৭ বিমানের আধুনিকীকরণ করা হলে ২০২০ সালে তা ব্যবহার করতে পারবেন রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

বোয়িং-৭৭৭ বিমানগুলির ভেতরে থাকবে সাংবাদিক সম্মেলন কক্ষ, ওয়াই-ফাই পরিষেবা, ক্ষেপানাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা, শত্রুপক্ষের রাডারে ধরা না পড়ার মতো ব্যবস্থা। পাশপাশি থাকবে ভিআইপি এনক্লোজার, আপাতকালীন চিকিৎসা কেন্দ্র, অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা, রান্না ঘর, ভিভিআইপিদের জন্য ব্যক্তিগত ঘর। জিই৯০-১১৫বিএ ইঞ্জিন থাকবে এই বিমান। এই ইঞ্জিন গোটা বিশ্বের মধ্যে সব চাইতে শক্তিশালী ইঞ্জিন। যার ফলে কোথাও না থেমে নিমেষেই উড়ে যাওয়া যাবে আমেরিকায়। বিমানগুলিতে আধুনিকীকরণ হয়ে গেলেই তা ব্যবহার করতে পারবেন রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী।

কোন মন্তব্য নেই: