সুস্থ আছেন অমিতাভ, চিন্তার কোনও কারণ নেই : জয়া বচ্চন - Aaj Bikel
সুস্থ আছেন অমিতাভ, চিন্তার কোনও কারণ নেই : জয়া বচ্চন

সুস্থ আছেন অমিতাভ, চিন্তার কোনও কারণ নেই : জয়া বচ্চন

Share This


নয়াদিল্লি  : সুস্থ আছেন অমিতাভ বচ্চন, চিন্তার কোনও কারণ নেই| আশ্বস্ত করলেন অমিতাভ বচ্চন জায়া জয়া বচ্চন| রাজস্থানের যোধপুরে ‘ঠগস অফ হিন্দুস্থান’ ছবির শ্যুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন ৭৫ বছর বয়সি কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন| সোমবার সারারাত ‘ঠগস অফ হিন্দুস্থান’ ছবির শ্যুটিং করেন অমিতাভ বচ্চন| এরপর মঙ্গলবার সকালে ব্লগে অসুস্থতার কথা জানান অমিতাভ বচ্চন নিজেই| কিংবদন্তী অভিনেতার অসুস্থতার খবর শুনে উদ্বিগ্ন হয়ে পড়েন বিগ বি ভক্তরা| তবে, অমিতাভ বচ্চন জায়া জয়া বচ্চন জানালেন চিন্তার কোনও কারণ নেই|

অমিতাভ বচ্চন ভালোই আছেন| মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জয়া বচ্চন জানিয়েছেন, ‘অমিতাভ জী সুস্থ আছেন| তাঁর পিঠে ও ঘাড়ে ব্যাথা লেগেছে| সামান্য ব্যথা অনুভব করছেন তিনি| তবে, সামগ্রিকভাবে সুস্থ আছেন|’
সোমবার সারারাত শ্যুটিং করার ফলেই অমিতাভ বচ্চন অসুস্থ হয়ে পড়েছেন বলে মনে করা হচ্ছে| ইতিমধ্যেই চিকিত্সকদের একটি বিশেষ দল চাটার্ড বিমানে করে মুম্বই থেকে যোধপুরে পৌঁছে গিয়েছে| মঙ্গলবার সকালে নিজের ব্লগে শারীরিক অসুস্থতার ইঙ্গিত দিয়ে অমিতাভ বচ্চন লিখেছেন, ‘চিকিত্সকরা মুম্বই থেকে আমাকে দেখতে আসছেন, যাতে ফের আমি ক্যামেরার সামনে গিয়ে দাঁড়াতে পারি| আমি কিছুদিনের জন্য বিশ্রাম নেব|’ উদ্বিগ্ন ভক্তদের প্রতি বিগ বি-র আশ্বাস, শারীরিক অবস্থা নিয়ে তিনিই ভক্তদের জানাবেন| যদিও এ বিষয়ে মুখ খোলেননি ছবির পরিচালক থেকে ইউনিটের কেউই| প্রসঙ্গত, চলতি বছরের ৭ নভেম্বর, দিপাবলীর সময় মুক্তি পাওয়ার কথা ক্যাটরিনা কাইফ এবং ফতিমা সানা শেখ অভিনীত ছবি ‘ঠগস অফ হিন্দুস্থান’| ছবিটির প্রযোজনা করেছে যশ রাজ ফিল্মস|

কোন মন্তব্য নেই: