কাঠমান্ডু : নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনার কারণ উদঘাটনে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করল নেপাল সরকার। সোমবার রাতে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নেপাল মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। জানা গিয়েছে, নেপালের অসামরিক বিমান পরিবহনের প্রাক্তন মহাপরিচালক যজ্ঞপ্রসাদ গৌতমের নেতৃত্বে এই কমিটি কাজ শুরু করবে। মঙ্গলবার সকাল থেকে কমিটি কাজ শুরু করেছে।
লেফটেন্যান্ট কর্নেল ডা. রাজীব দেব, ক্যাপ্টেন কে কে শর্মা, সুনীল প্রধান এবং উদ্ধবপ্রসাদ সুবেদীকে তদন্ত কমিটির সদস্য করা হয়েছে।
উল্লেখ্য, সোমবার কাঠমাণ্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমান ৭১ জন যাত্রীসহ দুর্ঘটনার কবলে পড়ে। এর মধ্যে ৬৭ জন যাত্রী ও চারজন ক্রু। যাত্রীদের মধ্যে ৩২ জন বাংলাদেশি, ৩৩ জন নেপালি এবং একজন চিন ও একজন মালদ্বীপের নাগরিক ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন