কাঠমান্ডু : মঙ্গলবার শুরু হয়েছে নেপালের রাষ্ট্রপতি নির্বাচন৷ নেপালের পরবর্তী রাষ্ট্রপতি পদে কে বসতে চলেছেন, তা নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে৷
নেপালের সংবিধান অনুযায়ী, দেশের নতুন রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি পরোক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হন। কেন্দ্রীয় এবং প্রাদেশিক সাংসদরা এই ভোট দেবেন। কেন্দ্রীয় সংসদ গঠনের এক মাসের মধ্যে এই নির্বাচন হয়।এই নির্বাচনে ফেডেরাল পার্লামেন্টের ৩৩০ জন সদস্য ও প্রভিন্সিয়াল কাউন্সিলের ৫৫০ জন ভোট দেবেন৷ তবে বর্তমানে ২৭৫ জন সদস্য রয়েছে হাউজ অফ রিপ্রেজেনটেটিভসে৷ আর ৫৯ জন রয়েছেন ন্যাশনাল অ্যাসেম্বলিতে৷
সংবিধান অনুযায়ী, দ্বিতীয় দফার জন্য ফের প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি৷ তাঁর বিরুদ্ধে নির্বাচনের ময়দানে নেমেছেন নেপালি কংগ্রেসের লক্ষ্মী রাই৷ এরঅাগে দেশের প্রথম মহিলা প্রেসিডেন্ট হয়ে ইতিমধ্যেই রেকর্ড করেছেন ভান্ডারী৷ এবার জিতলে তাঁকেই গণতান্ত্রিক নেপালের মহিলা প্রেসিডেন্ট হিসেবে দেখা যাবে৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন