কমনওয়েলথ গেমসের জন্য ১৮ জনের হকি দল ঘোষণা, বাদ পড়লেন সর্দার সিং - Aaj Bikel
কমনওয়েলথ গেমসের জন্য ১৮ জনের হকি দল ঘোষণা, বাদ পড়লেন সর্দার সিং

কমনওয়েলথ গেমসের জন্য ১৮ জনের হকি দল ঘোষণা, বাদ পড়লেন সর্দার সিং

Share This


নয়াদিল্লি  : আসন্ন কমনওয়েলথ গেমসের জন্য ১৮ জনের দল ঘোষণা করল ভারতীয় হকি দলের নির্বাচকরা দল থেকে বাদ পড়লেন সর্দার সিং | আজলান শাহ কাপ হকিতে ভারতীয় দলের হতশ্রী পারফরম্যান্সের জেরে নেতৃত্ব তো দূরের কথা, দলে নিজের জায়গা ধরে রাখতেও ব্যর্থ হন সর্দার৷ দায়িত্বে ফিরলেন মনপ্রীত|

আগামী মাসে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠিত হতে চলা কমনওয়েলথ গেমসের জন্য মঙ্গলবার সেরা দলই বেছে নিল হকি ইন্ডিয়া৷ স্বাবাবিকভাবেই দলেক এশিয়া চ্যাম্পিয়ন করার পাশাপাশি হকি ওয়ার্ল্ড লিগ ফাইনালে ভারতের ব্রোঞ্জ জয়ে নেতৃত্ব দেওয়া মনপ্রীত সিংয়ের হাতেই ক্যাপ্টেন্সির ব্যাটন তুলে দেওয়া হয়৷ আর এক মিডফিল্ডার চিংগ্লেনসানা সিংয়ের কাঁধে ন্যস্ত হয় সহঅধিনায়কত্বের দায়ভার৷ সুলতান আজলান শাহ কাপ হকিতে মনপ্রীতকে বিশ্রাম দিয়েছিল হকি ইন্ডিয়া৷ সেই ফাঁকে সর্দারের নেতৃত্বে বেশ কয়েকজন রিজার্ভ খেলোয়াড়কে দেখে নিতে চেয়েছিলেন নির্বাচকরা৷ টুর্নামেন্টের গ্রুপ লিগে ভারত একটা মাত্র ম্যাচ জেতে আয়োজক মালয়েশিয়ার বিরুদ্ধে৷ ড্র করে একটি ম্যাচ৷ বাকি সবক’টি ম্যাচেই হার মানতে হয় সর্দারদের৷

এদিনের ঘোষিত দলের গোলরক্ষক আছেন দুজন | এরা হলেন শ্রীজেশ পারাত্তু রবীন্দ্রন ও সূর্য কারকেরা | ডিফেন্সের দায়িত্ব সামলাবেন রূপিন্দর পাল সিং, হারমানপিত সিং, বরুণ কুমার, কোঠাজিৎ সিং কাদানগ্বাম, গুরিন্দর সিং ও অমিত রোহিদাস | মাঝমাঠ সামলাবেন অধিনায়ক ও সহ অধিনায়ক মনপ্রীত সিং এবং চিংগ্লেনসানা সিং | এছাড়া সুমিত ও ভিভেক সাগরও থাকবেন মাঝমাথেই | সম্মুখ সামলানোর জন্য এই দলে রাখা হয়েছে ছয় জনকে | এরা হলেন আকাশদীপ সিং, সুনীল এস ভট্টাচার্য্য, গুরযন্ত সিং, ললিত কুমার উপাধ্যায় ও দিলপ্রীট সিং |

কোন মন্তব্য নেই: