আগরতলা : মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশে টনক নড়লো পুলিশ প্রশাসনের। আইন-শৃঙ্খলার পরিস্থিতি শুধরানোর জন্য পুলিশ সক্রিয় হয়েছে। প্রতিটি থানাকে সংশ্লিষ্ট বিষয়ে সর্তক করে দিয়েছে রাজ্য পুলিশের সদর দফতর।
জানা গেছে, পুলিশ মহানির্দেশক মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে সরাসরি প্রত্যেকটি জেলার পুলিশ সুপারদের সঙ্গে আইন-শৃঙ্খলার পরিস্থিতি শুধরানোর জন্য প্রয়োজনীয় গাইডলাইন দিয়ে দিয়েছেন। একই সঙ্গে আইন-শৃঙ্খলা নিয়ে সারা রাজ্যের পরিস্থিতি বিশ্লেষণ করে দ্রুত রিপোর্ট দিতে বলা হয়েছে।
সোমবার রাতে রাজ্যের পুলিশ মহানির্দেশক অখিলকুমার শুক্লা জানিয়েছেন, সর্বত্রই অসামাজিক কাজকর্ম নিয়ে পুলিশ কড়া পদক্ষেপ নিতে চলেছে। সমাজবিরোধীদের ধরপাকড় করার ক্ষেত্রে কোনও দল দেখা হবে না এখন।
তিনি বলেন, সমাজবিরোধীদের বিরুদ্ধে পুলিশ অভিযান চালাবে। কোনও পুলিশ আধিকারিকের দুর্বলতা নজরে পড়লে সংশ্লিষ্ট অফিসারের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সর্বত্রই আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি আরও বলেন, অপরাধ এবং গ্রেফতারি পরোয়ানা যাদের বিরুদ্ধে রয়েছে তাদের নামের তালিকা নিয়ে অভিযান শুরু হয়েছে। বহিঃরাজ্যে এবং বিদেশে কেউ লুকিয়ে থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
এমতাবস্থায় পুলিশ বিভিন্ন থানায় পেনডিং কেস তথা বকেয়া মামলা পুনরায় খুলতে শুরু করেছে। অপরাধীদের নামের তালিকা তৈরি করে বিশেষ অভিযান শুরু করা হয়েছে।
দীর্ঘ ১৫ বছর ধরে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি মূলত নিয়ন্ত্রণ করছিল তৎকালীন শাসকদল। পুলিশ অঘোষিতভাবে সিপিআইএম-এর নিয়ন্ত্রণে থেকেই কাজ করত। ফলে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে। এখন সরকার বদলের পর নতুন মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশে পরিস্থিতি অন্য ধারায় বইতে শুরু করেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন