প্রয়াত রাজ্যসভার প্রাক্তন সাংসদ বেগম হামিদা হাবিবুল্লাহ, বয়স হয়েছিল ১০২ বছর - Aaj Bikel
প্রয়াত রাজ্যসভার প্রাক্তন সাংসদ বেগম হামিদা হাবিবুল্লাহ, বয়স হয়েছিল ১০২ বছর

প্রয়াত রাজ্যসভার প্রাক্তন সাংসদ বেগম হামিদা হাবিবুল্লাহ, বয়স হয়েছিল ১০২ বছর

Share This


লখনউ  : প্রয়াত হলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা উত্তর প্রদেশের প্রাক্তন মন্ত্রী বেগম হামিদা হাবিবুল্লাহ| বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার সকালে জীবনাবসান হয়েছে তাঁর| মৃত্যুকালে বেগম হামিদা হাবিবুল্লাহ-র বয়স হয়েছিল ১০২ বছর| নারী ক্ষমতায়নের অগ্রগামী বেগম হামিদা হাবিবুল্লাহ হলেন হায়দরাবাদ হাইকোর্টের প্রয়াত প্রাক্তন প্রধান বিচারপতি নবাব নাজির বাহাদুরের কন্যা| তিনি বিবাহ করেছিলেন ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (পুণে)-র প্রতিষ্ঠাতা কম্যাডান্ট মেজর জেনারেল ইনায়ত হাবিবুল্লাহকে|

স্বামী ইনায়ত হাবিবুল্লাহ-র অবসরের পর ১৯৬৫ সালে রাজনীতিতে যোগ দেন বেগম হামিদা হাবিবুল্লাহ| হাইদারগড় (বারাবাঙ্কি) কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন তিনি| ১৯৭১-১৯৭৩ সাল পর্যন্ত সামাজিক ও হরিজন কল্যাণ মন্ত্রী, ন্যাশনাল ইন্টিগরেশন এবং সিভিল ডিফেন্স মন্ত্রী ছিলেন বেগম হামিদা| ১৯৭১-১৯৭৪ সাল পর্যন্ত তিনি পর্যটন মন্ত্রী ছিলেন| এছাড়াও ১৯৮০ সাল পর্যন্ত উত্তর প্রদেশ কংগ্রেস কমিটির কার্যনির্বাহী সমিতি (ইউপিসিসি)-র সদস্য ছিলেন তিনি| এখানেই শেষ নয়, দীর্ঘ রাজনৈতিক জীবনে ১৯৭২-১৯৭৬ সাল পর্যন্ত মহিলা কংগ্রেসের সভাপতি ছিলেন বেগম হামিদা| আবার ১৯৭৬-১৯৮২ সাল পর্যন্ত রাজ্যসভার সদস্য ছিলেন বেগম হামিদা|

কোন মন্তব্য নেই: