রাজনৈতিক সন্ত্রাসে উত্তপ্ত , মাওবাদী কায়দায় চলছে মহিলা নির্যাতন - Aaj Bikel
রাজনৈতিক সন্ত্রাসে উত্তপ্ত , মাওবাদী কায়দায় চলছে মহিলা নির্যাতন

রাজনৈতিক সন্ত্রাসে উত্তপ্ত , মাওবাদী কায়দায় চলছে মহিলা নির্যাতন

Share This

আগরতলা : নির্বাচনে পরাজিত হয়ে রাজ্যের বিভিন্ন এলাকায় রাজনৈতিক সন্ত্রাস শুরু করেছে সিপিআইএম-এর ক্যাডাররা। ব্যাপক হারে বিজেপি কর্মীদের উপর মাওবাদী কায়দায় হামলা সংগঠিত করছে বলে খবর পাওয়া যাচ্ছে। রাজের বিভিন্ন এলাকায় বেশ কয়েকজন আহত হয়েছেন। নিখোঁজ হয়ে গেছেন চার বিজেপি কর্মী। সমানে চলছে মহিলা নিগ্রহ।

রবিবার রাত থেকে এই সন্ত্রাস নতুন মাত্রা পেয়েছে। দিনদুপুরেও চলছে হামলা। সিপিআইএম-এর ক্যাডার সন্ত্রাসে পুলিশি মদত রয়েছে বলেও অভিযোগ উঠতে শুরু করেছে।

জানা গেছে, সোমবার সকাল থেকে খোয়াই-এর চা বাগান এলাকায় রাজনৈতিক সন্ত্রাসে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে এখনও সন্ত্রাস চলছে। প্রায় ৫০ জন বিজেপি কর্মীকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
খবরে প্রকাশ, নতুন করে শুরু রাজনৈতিক সন্ত্রাস মাওবাদী কায়দায় হচ্ছে। আচমকা হামলায় প্রাথমিকভাবে কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেননি বিজেপি কর্মীরা। অভিযোগ, হামলাকারীদের সঙ্গে স্থানীয় পুলিশ এবং টিএসআর জওয়ানরাও ছিল। বিভিন্ন বাড়িতে গিয়ে বেধড়ক মারপিট করা হয়েছে। বাদ যাননি বয়স্করাও।

স্থানীয় বিজেপি নেতা শুভঙ্কর চক্রবর্তী জানিয়েছেন, ইতোপূর্বে এ ধরনের হামলা দেখা যায়নি। মহিলাদের বাড়ি থেকে টেনে রাস্তায় নিয়ে বিবস্ত্র করে পেটাই করা হয়েছে। থানায় খবর দেওয়ার মতো কোনও পরিস্থিতিই ছিল না, কারণ হামলাকারীদের সঙ্গেই ছিল পুলিশ। পুলিশের উপস্থিতিতেই হামলা সংগঠিত করা হয়।

কয়েকটি স্থানে বিজেপি কর্মীরা প্রতিরোধ গড়ে তুলতেই টিএসআর এবং পুলিশ কর্মীরা ছুটে এসে তাঁদের উপর হামলা চালায় বলেও অভিযোগ পাওয়া গেছে। এই পরিস্থিতিতে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। আহতদের স্থানীয় এবং জিবি হাসপাতালে পাঠানো হয়েছে। সেই এলাকার বহু মানুষ বাড়িঘর ছেড়ে জঙ্গলে আশ্রয় নিয়েছেন। আবার অপেক্ষাকৃত শহর এলাকায় মানুষ কার্যত গৃহবন্দি। সব ক্ষেত্রেই অতর্কিত হামলার অভিযোগ উঠেছে।
এদিকে নিখোঁজ চার বিজেপি কর্মীর উদ্ধারে এখন পর্যন্ত পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
অন্যদিকে রবিবার রাত থেকে বিলোনিয়ায় বেছে বেছে বিজেপি সমর্থকদের বাড়িতে সিপিআইএম ক্যাডাররা হামলা করছে বলে অভিযোগ। এতে বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন। সোমবার সকালে গুরুতর অসুস্থ অবস্থায় একজনকে চিকিৎসার জন্য বহিঃরাজ্যে পাঠানো হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বিলোনিয়া বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত বিজেপি প্রার্থী বরিষ্ঠ আইনজীবী অরুণচন্দ্র ভৌমিক জানান, কোথা থেকে কীভাবে হামলা হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। এ সব ঘটনার সঙ্গে পুলিশের প্রত্যক্ষ মদত রয়েছে। যারা এতদিন খাকি উর্দি পরে ক্যাডারগিরি করত তারা বিমর্ষ হয়ে এই হামলায় অংশ নিচ্ছে। সামাজিক অনুষ্ঠান চলাকালীন একটি বাড়িতে যেভাবে হামলা করা হয়েছে, তা সবাইকে হতবাক করে দিয়েছে। পুলিশকে অভিযোগ জানিয়ে কোনও লাভ হয়নি। তবে কেন্দ্রীয় বাহিনী এলাকায় পৌঁছেছে এবং অভিযুক্তদের ধরতে চিরুনি তল্লাশি শুরু হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও উত্তেজনা বিরাজ করছে।

এদিকে খোয়াই-এর বিজেপি প্রার্থী অমিত রক্ষিত জানান, বরাবরই সিপিআইএম-এর দুর্গ ছিল খোয়াই। কিন্তু মাত্র কয়েক ভোটের ব্যবধানে এবার বিজেপি হেরে গেছে। আর এর পর থেকেই বিজেপি-র সমর্থক, বিশেষ করে কিছুদিন আগে যাঁরা সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন, তাঁদের বাড়িঘরে হামলা চালানো হচ্ছে। রবিবার রাত থেকে এই হামলা নতুন মাত্রা পেয়েছে। খোয়াই-এর পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিওর বিরুদ্ধে আগেই শাসকদলের ক্রীতদাস হয়ে কাজ করার অভিযোগ ছিল। বর্তমানে শাসকদলের বিপর্যয় হওয়ায় তাঁরা উন্মত্ত হয়ে উঠেছেন। বিভিন্ন এলাকায় যেভাবে হামলা সংগঠিত করা হচ্ছে তা সভ্য সমাজে বর্ণনার অযোগ্য।
তবে এখন সেই এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং সেখান থেকে পুলিশ ও টিএসআর বাহিনী তুলে নেওয়া হয়েছে। এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। তবে উত্তেজনা বিরাজ করছে।

কোন মন্তব্য নেই: