সিমডেগা : ঝাড়খন্ডের সিমডেগা জেলার কলেবিরা থানা এলাকার একটি জুয়েলারির দোকানে ৪৫ কিলোগ্রাম রূপ এবং ৩০০ গ্রাম সোনা চুরির ঘটনা সামনে এসেছে| এই ঘটনায় সোমবার ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে| এছাড়াও এলাকার আইন-শৃঙ্খলা প্রশ্নের মুখে পড়েছে| সোমবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে কলেবিরা থানা এলাকার সামনে একটি সোনার দোকানের সার্টার কেটে চোরেরা দোকানে ঢোকে|
এরপর তারা ওই দোকানে আবাদে লুঠপাট চালায়| চোরেরা দোকানে ঢুকে লকার কাটে এবং সেখান থেকে ৪৫ কিলোগ্রাম রূপো এবং ৩০০ গ্রাম সোনা লুঠ করে চম্পট দেয়| স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে স্থানীয় মানুষ প্রথমে ওই দোকানের সার্টার ভাঙ্গা দেখতে পায়| পরে তারা দোকানের মালিককে খবর দেয়| খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ওই দোকানের মালিক আসে এবং সব কিছু দেখে তিনি পুলিশে খবর দেন| খবর পেয়ে সকালেই ঘটনাস্থলে পুলিশ আসে| এছাড়াও গোয়েন্দা কুকুরকে এনে তদন্ত শুরু করে পুলিশ|
এলাকার মানুষের অভিযোগ দিনের পর দিন এই এলাকায় চুরির মত অপরাধের সংখ্যা বেড়ে চলেছে| অথচ পুলিশ ঠিক ভাবে আইনশৃক্ষলা দমন করতে পারছে না| যদিও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু হয়েছে| আশা করা যায় অচিরেই এই ঘটনার কিনারা হবে|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন