প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশের দাবি জানিয়ে বিক্ষোভ - Aaj Bikel
প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশের দাবি জানিয়ে  বিক্ষোভ

প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশের দাবি জানিয়ে বিক্ষোভ

Share This

মালদহ: প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশের দাবি জানিয়ে  মালদহের প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি আশিস কুণ্ডুকে  ঘেরাও করে বিক্ষোভ দেখালেন চাকরিপ্রার্থীরা।   ২০০৯-১০ সালে প্রাইমারি টিচার প্যানেল প্রকাশ নিয়েই সোমবার সকাল থেকেই বিক্ষোভ শুরু হয় মালদহের প্রাথমিক শিক্ষা সংসদ চত্বরে ৷ ঘেরাও বিক্ষোভে সামিল হন চাকরিপ্রার্থী ও অভিভাবকেরা ৷ তাঁদের অভিযোগ আদালতের নির্দেশ সত্ত্বেও ফলপ্রকাশ করা হয়নি ৷ গত ১৬ দিন ধরে অনশন করছেন চাকরিপ্রার্থীরা ৷ তবে অনশনে কোনও সাড়া না পেয়ে অবশেষে আন্দোলনে নামলেন পরীক্ষার্থীদের অভিভাবকেরা ৷

কোন মন্তব্য নেই: