বিধানসভায় শিক্ষক সমস্যা নিয়ে গুরুত্বপূৰ্ণ বৈঠক - Aaj Bikel
বিধানসভায় শিক্ষক সমস্যা নিয়ে গুরুত্বপূৰ্ণ বৈঠক

বিধানসভায় শিক্ষক সমস্যা নিয়ে গুরুত্বপূৰ্ণ বৈঠক

Share This

গুয়াহাটি : বিধানসভার সেন্ট্রাল হল-এ গুরুত্বপূৰ্ণ বৈঠক চলছে। বিধানসভার অধ্যক্ষ হিতেন্দ্ৰনাথ গোস্বামীর পৌরোহিত্যে চলমান বৈঠক রাজ্যের শিক্ষকদের নানা সমস্যাবলি নিয়ে আলোচনা চলছে। বৈঠকে উপস্থিত রয়েছেন শাসক-বিরোধী দলগুলির সব সদস্য। তবে গুরুত্বপূর্ণ বৈঠকে খোদ শিক্ষামন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার অনুপস্থিতিতে বিরোধী দলের সদস্যরা সমালোচনা করছেন।

উল্লেখ্য, নর্থ-ইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (নেডা)-এর আহ্বায়ক বলে তিনি নাগাল্যান্ড, ত্রিপুরা এবং মেঘালয় নির্বাচন নিয়ে ব্যস্ত। গতকাল মেঘালয়ে এনপিপি-জোটে অন্তর্ভুক্ত বিধায়কদের তালিকা তৈরি করে অকংগ্রেস সরকার গঠনে মূল কারিগরের ভূমিকা গ্রহণ করে আজ গেছেন নাগাল্যান্ডের কোহিমায়। নাগাল্যান্ডে মুখ্যমন্ত্রী টিআর জেলিয়াং এখনও পদত্যাগ না করায় সৃষ্ট জটিলতার অবসান ঘটাতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ তিনি সেখানে গিয়েছেন। সেই সুবাদে গুয়াহাটিতে আজ অনুষ্ঠিত বৈঠকে তিনি হাজির হতে পারেন বলে বিরোধীরা তাঁর সমালোচনা করছেন। বলছেন, নিজের রাজ্যের সমস্যাবলি জিইয়ে রেখে অন্য রাজ্যে সরকার গঠনে বেশি সময় দিচ্ছেন। বিষয়টিকে ভালো চোখে দেখছেন না বিরোধী, বিশেষ করে কংগ্রেসিরা।

কোন মন্তব্য নেই: