তিরুবনন্তপুরম: সদ্য সমাপ্ত ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে বামেদের ভরাডুবিকে কিছুতেই মেনে নিতে পারছেন না বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী জয়রাম রমেশ। মতাদর্শগত ফারাক থাকা সত্ত্বেও বামেদের পরাজয়ে একেবারে ভেঙে পড়েছেন জয়রাম রমেশ। এই বিষয়ে কেরলের এক সভায় তিনি বলেন, ভারতে বামেদের শক্তিশালী হতে হবে। বামেদের মৃত্যু ভারতের জন্য বিপর্যয় ডেকে আনবে। আমরা রাজনৈতিক প্রতিপক্ষ হতে পারি কিন্তু আমিই সবার প্রথমে বলছি বামেদের মুছে যাওয়াকে ভারত মেনে নিতে পারবে না। বর্ষীয়ান এই রাজনীতিবিদ মনে করেন পরিবর্তিত পরিস্থিতিতে বামেদের মানসিকতাকে পরিবর্তন করতে হবে।
প্রসঙ্গত, বিগত ২৫ বছর ধরে ত্রিপুরাতে ক্ষমতাতে থাকার পরে বিজেপির কাছে চূড়ান্ত পরাজয়ের সম্মুখীন হতে হয়েছে বামেদের। উত্তরপূর্বের একমাত্র বামদুর্গ বলে পরিচিত ত্রিপুরাতে এখন বিজেপির পতাকা উড়ছে। গোটা দেশে এখন শুধু কেরল ক্ষমতায় রয়েছে বামেরা। পাশাপাশি কংগ্রেসের সঙ্গে বামেদের জোটের প্রসঙ্গে জয়রামের এই মন্তব্যের ফলে আরও কাছাকাছি এলো বলে মনে করা হচ্ছে। অন্যদিকে কিছু দিন আগে অমিত শাহ জানিয়েছেন পশ্চিমবঙ্গের পাশাপাশি কেরলেও ক্ষমতা দখল করবে বিজেপি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন