দুর্গাপুর : আর কয়েক মাস পরই রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট। ত্রিপুরা জয়ের পর পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে কোমর বেঁধে ময়দানে নামছে গেরুয়া ব্রিগেড। গ্রামিন এলাকায় জনসম্পর্কে পুরোদমে ময়দানে নামছে বিজেপির টিচার সেল। সম্প্রতি এক সংগঠনের এক বৈঠকে এমনই সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবিরের শিক্ষক সংগঠন।
আগামী এপ্রিল-মে মাসে সম্ভাব্য রাজ্য পঞ্চায়েত নির্বাচনের দিন ধরে পুরোদমে নেমেছে সমস্ত রাজনৈতিক দল। তৃণমূল নেত্রী ১০০ শতাংশ পঞ্চায়েত দখলের লক্ষ্যে শুরু করেছে জেলা সফর। অন্যদিকে ত্রিপুরা জয়কে অনুকরন করে ইতিমধ্যে 'চলো পাল্টাই' শ্লোগানে ঝড় তুলেছে বঙ্গ বিজেপি। এবার তাদের শিক্ষক সংগঠন পশ্চিম বর্ধমান জেলাজুড়ে জনসম্পর্কে কোমর বেঁধে নামছে। ইতিমধ্য কয়েকদফায় বৈঠক করে প্রস্তুতি নিয়েছে। বিজেপির টিচার সেল পশ্চিম বর্ধমান জেলার আহ্বায়ক বিকাশ বিশ্বাস জানান," জেলায় ৯ টি বিধানসভায় ৯ টি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ১৬-১৮ জন রয়েছে। সেখানে স্কুল কলেজের শিক্ষকরা রয়েছে।
" তিনি আরও জানান," রাজ্যের শিক্ষা ব্যাবস্থার দৈনদশা তুলে ধরা হবে জনসম্পর্কে। রাজ্যের স্কুল গুলিতে পর্যাপ্ত শিক্ষক-শিক্ষিকা নেই। ফলে পঠনপাঠনে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। নতুন সিলেবাস পড়ুয়াদের বুঝতে কালঘাম ছুটছে। ব্যগ, জুতো, সাইকেল দিলেই পড়াশোনা হয় না। পড়ুয়াদের বোধগম্য হওয়ার মতো সিলেবাস তৈরী প্রয়োজন। আগামী প্রজন্মের ভবিষ্যত তৈরী মুল কারিগর শিক্ষা ব্যাবস্থা। সেই বিষয় তুলে ধরা মুলত কাজ হবে ওই কমিটির।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন