বিশ্বখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং প্রয়াত - Aaj Bikel
বিশ্বখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং প্রয়াত

বিশ্বখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং প্রয়াত

Share This

বিশ্বখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং প্রয়াত৷ দুরারোগ্য অসুখে আক্রান্ত হকিংয়ের মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে৷তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। এদিন হকিং পরিবারের পক্ষ থেকে 'আইকনিক' এই বিজ্ঞানীর প্রয়াণের কথা জানানো হয়েছে। তাঁর তিন সন্তান লুসি, রবার্ট ও টিম শোকবার্তায় জানিয়েছেন, 'আমাদের বাবার প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। তিনি একজন মহান বিজ্ঞানী ও অসম্ভব ভালোমানুষ ছিলেন। তাঁর কর্মকাণ্ড বহু বছর বেঁচে থাকবে'। 

১৯৪২ সালের ৮ জানুয়ারি ব্রিটেনের অক্সফোর্ডে জন্মগ্রহণ করেন স্টিফেন হকিং। ১৯৬৩ সালে মাত্র একুশ বছর বয়সে স্নায়ুর জটিল অসুখে আক্রান্ত হন তিনি। ১৯৬৩ সালে চিকিৎসকরা তাঁর আয়ু মাত্র দু’বছর বলে জানিয়েছিলেন। কিন্তু হাল ছাড়েননি হকিং। কেমব্রিজে পড়াশোনা শুরু করেন তিনি। সেখানেই পিএইচডি সম্পূর্ণ করেন তিনি৷ 

কোন মন্তব্য নেই: