ন্যূনতম ব্যালান্স না থাকার চার্জ কমাল স্টেট ব্যাঙ্ক - Aaj Bikel
ন্যূনতম ব্যালান্স না থাকার চার্জ কমাল স্টেট ব্যাঙ্ক

ন্যূনতম ব্যালান্স না থাকার চার্জ কমাল স্টেট ব্যাঙ্ক

Share This

নয়াদিল্লি: স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের জন্য সুখবর৷ কোনও গ্রাহকের সেভিংস অ্যাকাউন্টে নির্দিষ্ট অঙ্কের টাকা জমা (এএমবি) না রাখলে জরিমানা আদায় করে থাকে স্টেট ব্যাঙ্ক। এক এপ্রিল থেকে সেই জরিমানার অঙ্ক ৭৫ শতাংশ পর্যন্ত কমিয়েছে স্টেট ব্যাঙ্ক। মেট্রো এবং শহরাঞ্চলে গ্রাহককে তাঁর সেভিংস অ্যাকাউন্টে কম করে তিন হাজার টাকা জমা রাখতে হয়। নয়তো মাসে সর্বোচ্চ ৫০ টাকা এবং জিএসটি যোগ করে জরিমানা করা হয়। এবার মাসিক জরিমানা কমে দাঁড়াচ্ছে ১৫ টাকা। সঙ্গে জিএসটি। 

এরফলে ২৫ কোটি গ্রাহক লাভবান হবেন বলে জানিয়েছে স্টেট ব্যাঙ্ক। একই রকমভাবে, কমছে আধা শহর এবং গ্রামাঞ্চলে এএমবি না রাখার জরিমানার অঙ্ক। আধা শহরে কোনও গ্রাহককে তাঁর অ্যাকাউন্টে দু’হাজার টাকা জমা রাখতে হয়। নয়তো সর্বোচ্চ ৪০ টাকা এবং জিএসটি কাটা হয়। এবার তা কমে দাঁড়াচ্ছে সর্বোচ্চ ১২ টাকা এবং জিএসটি। আর গ্রামাঞ্চলে কোনও অ্যাকাউন্টে হাজার টাকা জমা না থাকলে সর্বোচ্চ ৪০ টাকা এবং জিএসটি কাটা হয়। এবার সেই জরিমানার অঙ্ক হবে ১০ টাকা এবং জিএসটি। মঙ্গলবার নতুন জরিমানার হার ঘোষণা করে স্টেট ব্যাঙ্কের এমডি (রিটেল এবং ডিজিট্যাল ব্যাঙ্কিং) পি কে গুপ্ত বলেছেন, ‘গ্রাহকের ভাবাবেগের কথা মাথায় রেখে এবং তাঁদের মতামতের ভিত্তিতে এই জরিমানার অঙ্ক কমানো হল।’

কোন মন্তব্য নেই: