মাদাম তুসো মিউজিয়ামে এবার শাহরুখের মোমের মূর্তি - Aaj Bikel
মাদাম তুসো মিউজিয়ামে এবার শাহরুখের মোমের মূর্তি

মাদাম তুসো মিউজিয়ামে এবার শাহরুখের মোমের মূর্তি

Share This

নয়াদিল্লি: দিল্লির মাদাম তুসো মিউজিয়ামে এবার সংযোজিত হতে চলেছে বলিউডের সুপারস্টার শাহরুখ খানের মোমের মূর্তি। ২০০৭ সালে লন্ডনের মাদাম তুসো মিউজিয়ামে শাহরুখের মোমের মূর্তির উদ্বোধন করা হয়েছিল। দিল্লি মিউজিয়ামটি দেখভালের দায়িত্বে রয়েছে মার্লিন এন্টারটেইনমেন্টস। সংশ্লিষ্ট সংস্থার জেনারেল ম্যানেজার ও অধিকর্তা অনশুল জৈন মঙ্গলবার এক বিবৃতিতে এই খবর জানিয়েছেন। এই মিউজিয়ামে ইতিমধ্যেই কপিলদেব, মিলখা সিং, আশা ভোঁসলে, শ্রেয়া ঘোষাল, মধুবালাদের মোমের মূর্তি রয়েছে। শাহরুখের বিপুল জনপ্রিয়তার কারণে এবার এখানে তাঁর মোমের মূর্তিও সংযোজিত হতে চলেছে। 

কোন মন্তব্য নেই: