গুগল ডুডলে Pi Day - Aaj Bikel
গুগল ডুডলে Pi Day

গুগল ডুডলে Pi Day

Share This

 আজ বিকেল: আজ ১৪ মার্চ৷ বিশ্বের কাছে দিনটি পাই(π) দিবস(Pi Day) বলে পরিচিত৷ পদার্থবিদ ল্যারি শ ১৯৮৮ সালে ‘পাই দিবসে’র প্রবর্তন করেন। ২০০৯ সালে ১২ মার্চ মার্কিন সরকার ১৪ মার্চকে ‘পাই দিবস’ হিসেবে পালনের অনুমোদন দেন। তখন থেকেই পাই দিবস বা Approximate Pi Day পালান করা হয় গোটা বিশ্বজুড়ে৷ আজ, এই দিনটিকে মনে করিয়ে দিয়ে নিজের হোম পেজ সাজিয়ে ফেলেছে গুগল৷ আজ গুগল খুললেই দেখা যাচ্ছে Pi Day-র ছবি৷ 


কী এই পাই? অঙ্কের হিসাবে পাইয়ের মান যেহেতু অনেক বড় এবং এর শেষ নেই, তাই একে আপাত পাই দিবস হিসেবে পালিত হয়ে থাকে৷ এই দিবস কখনও কখনও ১৪ মার্চ দুপুর ১টা ৫৯ মিনিটে পালন করা হয়। তাই এই দিন দুপুর ১টা ৫৯ মিনিটকে পাই মিনিট নামে আখ্যায়িত করা হয়। দুপুর ১টা ৫৯ মিনিট ২৬ সেকেন্ডকে পাই সেকেন্ড বলা হয়৷ পাই সেকেন্ডে পাই দিবস পালনের মধ্য দিয়ে পাইয়ের মানের (৩.১৪১৫৯২৬) কাছাকাছি সময়ে দিবসটি উদযাপন করা সম্ভব হয়। 

পাই দিবস বিভিন্ন দিনে পালন করা চল আছে৷ ২২ জুলাই (২২/৭) যা প্রজিত বলছিল৷ ওই তারিখেও যা কিনা সবচেয়ে পরিচিত পাই দিবস। এছাড়াও ১০  নভেম্বর, যা কিনা বছরের ৩১৪-তম দিন অধিবর্ষ (Leap year) এর ক্ষেত্রে ৯ নভেম্বর) আপাত পাই দিবস হিসেবে উদযাপিত হয়। কোথাও কোথাও ২১ ডিসেম্বর (বছরের ৩৫৫-তম দিন) এবং লিপ ইয়ারের ক্ষেত্রে ২০  ডিসেম্বর দুপুর ১:১৩ মিনিটে চৈনিক পাই ভগ্নাংশের (৩৫৫/১১৩= ৩.১৪১৫২৯২৯২ প্রায় আসল পাই এর মানের কাছাকাছি) তার সঙ্গে মিল রেখে আপাত পাই দিবস উদযাপন করা হয়।

কোন মন্তব্য নেই: