বড় দুর্ঘটনা থেকে রক্ষা, উত্তরপ্রদেশের বরেলিতে লাইনচ্যুত ত্রিবেণী এক্সপ্রেস - Aaj Bikel
বড় দুর্ঘটনা থেকে রক্ষা, উত্তরপ্রদেশের বরেলিতে লাইনচ্যুত ত্রিবেণী এক্সপ্রেস

বড় দুর্ঘটনা থেকে রক্ষা, উত্তরপ্রদেশের বরেলিতে লাইনচ্যুত ত্রিবেণী এক্সপ্রেস

Share This


বরেলি   : উত্তরপ্রদেশের বরেলি জংশন স্টেশনের কাছে লাইনচ্যুত হল ত্রিবেণী এক্সপ্রেস। রবিবার রাতে লখনউ থেকে আসছিল ট্রেনটি। সেই সময় বরেলি জংশনের কাছে চানাহাটিতে লাইনচ্যুত হয় ট্রেনটির ইঞ্জিন। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। এই ঘটনায় আতঙ্কিত হয়ে ত্রিবেণী এক্সপ্রেসের বহু যাত্রীই কামরা থেকে বাইরে বেরিয়ে আসে।

লাইনচ্যুত হওয়ার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসেন রেলের আধিকারিকরা। ট্রেনটির শুধুমাত্র ইঞ্জিনটি লাইনচ্যুত হয়েছে। বাকি কামরার কোনও ক্ষতি হয়নি। এই ঘটনার জেরে রেল চলাচল বন্ধ করে দেওয়া হয় ওই লাইনে। তার জেরে ব্যহত হয় ট্রেন চলাচল। অন্যদিকে, রেলের পক্ষ থেকে জানানো হয়েছে ট্রেনের গতি কম থাকার কারণে বড় ধরণে দুর্ঘটনা এড়ানো গিয়েছে। ট্রেনের গতি যদি বেশি থাকত তবে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারতো। কি কারণে ট্রেনটি লাইনচ্যূত হল তা খতিয়ে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই: