অসহ্য গরম থেকে স্বস্তি দিয়ে আরও দু’তিন চলবে বৃষ্টি - Aaj Bikel
অসহ্য গরম থেকে স্বস্তি দিয়ে আরও দু’তিন চলবে বৃষ্টি

অসহ্য গরম থেকে স্বস্তি দিয়ে আরও দু’তিন চলবে বৃষ্টি

Share This


কলকাতা  : অসহ্য গরম থেকে স্বস্তি দিয়ে প্রথম চৈত্রের বৃষ্টিতে আজ অর্থাৎ সোমবারও ভিজবে তিলোত্তমা কলকাতা সহ পার্শবর্তী অঞ্চল| প্রথম চৈত্রের বৃষ্টি আরও চলবে দু’তিন দিন৷ ফলে, অসহ্য গরম থেকে মিলতে পারে খানিকটা স্বস্তি৷ ছত্তিসগড়ের উপর থাকা ঘূর্ণাবর্তের সৌজন্যে গত ৩-৪ দিন ধরে জলীয় বাষ্প ঢুকছিল৷ তার হাত ধরে রোজই দক্ষিণবঙ্গের কোথাও না কোথাও ঝড়-বৃষ্টি হয়েছে৷ আবহাবিদরা জানান, উত্তরবঙ্গ থেকে ঝাড়খণ্ড, ওড়িশা হয়ে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে৷

 তার প্রভাবেই জলীয় বাষ্প ঢুকছে৷ রবিবার বিকেলে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বজ্রগর্ভ মেঘ সঞ্চারিত হতে শুরু করে৷ বাতাসের উপরিস্তরে উত্তর-পশ্চিমি বাতাস জোরদার থাকায় ধাক্কা খেয়ে সেই মেঘ হুগলি, ২৪ পরগনা, কলকাতার দিকেও চলে আসে৷ এর সঙ্গে ক্রমাগত জলীয় বাষ্পের জোগান দিয়েছে দখিনা বাতাস৷ ফলে ঝড়, বৃষ্টি হয়েছে বিস্তীর্ণ এলাকাজুড়ে৷ আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি আরও কয়েকদিন চলবে৷ কলকাতা সহ জেলায় বৃষ্টি ও সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়ে রেখেছে হাওয়া অফিস৷

কোন মন্তব্য নেই: