শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার তানিম্বার আইল্যান্ড - Aaj Bikel
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার তানিম্বার আইল্যান্ড

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার তানিম্বার আইল্যান্ড

Share This


জাকার্তা  : আবারও ভূমিকম্পের আতঙ্ক| এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় তানিম্বার আইল্যান্ড| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৪| জোরালো ভূকম্পন অনুভূত হওয়া মাত্রই সুনামি সতর্কতা জারি করা হয়, পরে অবশ্য সুনামি সতর্কতা তুলে নেওয়া হয়েছে| মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় অনুযায়ী সোমবার সকালে ৬.৪ তীব্রতার জোরালো ভূকম্পন অনুভূত হয় ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় তানিম্বার আইল্যান্ডে| ভূমিকম্পের উত্সস্থল ছিল বান্দা সমুদ্রের ১৭১ কিলোমিটার (১০৬ মাইল) গভীরে| জোরালো ভূকম্পন অনুভূত হওয়া মাত্রই সুনামি সতর্কতা জারি করে ভারত মহাসাগর সুনামি সতর্কতা এবং প্রশমন সিস্টেম (আইওটিডাব্লিউএমএস)| পরে অবশ্য আইওটিডাব্লিউএমএস-এর তরফে জানানো হয়েছে, সুনামির কোনও সম্ভাবনা নেই|

ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত বেশি থাকা সত্ত্বেও, এদিনের ভূমিকম্পে এখনও পর্যন্ত প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি| ডিজাস্টার মিটিগেশন এজেন্সির মুখপাত্র সুতোপো এন নুগ্রহ জানিয়েছেন, ‘মাত্র দুই থেকে তিন সেকেন্ড ভূকম্পন অনুভূত হয়েছে| প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনও খবর নেই|’
 
উল্লেখ্য, মাস খানেক আগে গত ২৬ ফেব্রুয়ারি জোরালো ভূমিকম্পে কেঁপে উঠেছিল ইন্দোনেশিয়া| ৬.১ তীব্রতার ভূমিকম্পে সেবারও কোনও ক্ষয়ক্ষতি হয়নি| ভূতত্ত্ববিদরা জানিয়েছেন, ইন্দোনেশিয়া তথাকথিত প্যাসিফিক রিং ফায়ারে অবস্থান করছে| তাই প্রায়ই ভূকম্পন অনুভূত হয় ইন্দোনেশিয়াতে|

কোন মন্তব্য নেই: